Wednesday, September 10, 2025

পপির জন্মদিনে ঘরোয়া উদযাপন, শিগগিরই মুক্তি পাচ্ছে ‘ডাইরেক্ট অ্যাকশন’

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পপি দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে থাকলেও তার জন্মদিনে আবারও আলোচনায় এসেছেন। বিয়ে করে সংসারী হওয়ার পর ধীরে ধীরে অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন এই তারকা। তবে কয়েক মাস আগে পারিবারিক জমি নিয়ে বিরোধের ঘটনায় থানায় জিডি করার পর তিনি পুনরায় সংবাদ শিরোনামে উঠে আসেন। সে সময় জানা যায়, পপি এখন সংসার ও সন্তানকে ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

আজ বুধবার পপির জন্মদিন। বিশেষ এই দিনটি তিনি ঘরোয়াভাবে উদযাপন করছেন। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পপি বলেন, ‘যখন সিনেমায় নিয়মিত কাজ করেছি, তখন জন্মদিন ছিল উৎসবের মতো। দিনভর মানুষ আসত, ভক্তরা ফোন দিতেন, কেউ কেউ বাসায় কেক-ফুল পাঠাতেন। কখনো কখনো শুটিং সেটেই জন্মদিন উদযাপন করেছি। পপি ফ্যান ক্লাবগুলোও দেশজুড়ে নানা আয়োজন করত। আজকের জন্মদিন ঘরোয়াভাবেই কাটবে। কিছু এতিমখানায় কোরআন খতম ও খাবারের আয়োজন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পরিবারের জন্য দায়িত্ব পালন করতে হয় ঠিক, তবে নিজের ভিত্তি শক্ত না করে সবার জন্য সবকিছু বিলিয়ে দেওয়া উচিত নয়। কারণ পরে যেন কেউ আঙুল তুলে কথা না বলতে পারে। একসময় ভেবেছিলাম সবাই আমার। পরে দেখলাম কেউই আর আমার নেই। সেই কঠিন সময়ে আমার ইন্ডাস্ট্রির মানুষ আর স্বামী আদনান পাশে ছিল। তার সমর্থনেই পথচলা সহজ হয়েছে।’

এদিকে, শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে পপি অভিনীত ‘ডাইরেক্ট অ্যাকশন’ সিনেমাটি। এছাড়া ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ নামে আরেকটি সিনেমার শুটিং আটকে আছে। যদিও এই সিনেমার শুটিং আবার শুরু হওয়ার কথা থাকলেও পপির ফেরার সম্ভাবনা নেই বলেই জানা গেছে।

পপিকে সর্বশেষ দেখা গেছে ২০১৯ সালে ‘দ্য ডিরেক্টর’ সিনেমায়। এরপর ২০২০ সালে ‘ধোঁয়া’ নামে আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হলেও সেই ছবির কাজ শুরু হয়নি।

পপির ঢালিউডে অভিষেক হয়েছিল গুণী নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায়, যেখানে তিনি ওমর সানীর বিপরীতে অভিনয় করেন। অভিষেক সিনেমাতেই তিনি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তার অনবদ্য অভিনয় এবং গ্ল্যামারাস উপস্থিতি তাকে প্রথম সিনেমাতেই নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করে। এরপর তার পথচলা কিছুটা সহজ হয়ে যায়।

পপি অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে—‘দরদি সন্তান’, ‘চারিদিকে শত্রু’, ‘অন্যায় আবদার’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘জোর’, ‘মনের মিলন’, ‘মানুষ মানুষের জন্য’, ‘প্রাণের প্রিয়তমা’, ‘পাহারাদার’, ‘অবুঝ মনের ভালোবাসা’, ‘কারাগার’, ‘লাল বাদশা’, ‘দু’জন দু’জনার’, ‘মা যখন বিচারক’, ‘বিদ্রোহ চারিদিকে’, ‘অনেক দিনের আশা’, ‘ভালোবাসার ঘর’, ‘জীবন মানেই যুদ্ধ’, ‘আমার ঘর আমার বেহেস্ত’, ‘বিদ্রোহী সন্তান’, ‘নারীরাও প্রতিবাদী’, ‘রানী কুঠির বাকি ইতিহাস’, ‘শ্রেষ্ঠ সন্তান’, ‘জগৎ সংসার’, ‘মেঘের কোলে রোদ’, ‘কী যাদু করিলা’, ‘বস্তির রানী সুরিয়া’ ইত্যাদি।


Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.