Wednesday, September 10, 2025

ফিলিস্তিনের পক্ষে বিশ্ব শিল্পী সমাজের ইসরাইল বয়কট ঘোষণা

গত দুই বছর ধরে ফিলিস্তিনে ইসরাইলের নির্বিচার হত্যাযজ্ঞের প্রতিবাদে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ব শিল্পী সমাজ। ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৬৪ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই মানবিক সংকটের প্রেক্ষাপটে হলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১২০০ শিল্পী ইসরাইলের সঙ্গে সাংস্কৃতিক ও চলচ্চিত্র-সম্পর্কিত কোনো কাজে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন।

এক যৌথ বিবৃতিতে শিল্পীরা জানিয়েছেন, তারা ইসরাইলি প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় অভিনয় করবেন না এবং দেশটিতে আয়োজিত কোনো চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন না। এর ফলে জেরুজালেম ফিল্ম ফেস্টিভ্যাল, হাইফা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ডোকাভিভ, তেলআবিব ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল এবং টিএলভি ফেস্টের মতো গুরুত্বপূর্ণ আসরে তাদের সিনেমা বা উপস্থিতি থাকবে না।

‘ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন’-এর বিবৃতিতে বলা হয়েছে, ‘যখন বিশ্বের অনেক সরকার গণহত্যাকে সমর্থন দিয়ে চলেছে, তখন এই ভয়াবহতা রুখতে আমাদের সর্বশক্তি দিয়ে কাজ করতে হবে। ইসরাইলি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান, পরিবেশক বা বিক্রয় এজেন্টরা কখনো ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়ায়নি।’

অভিনেত্রী হান্না আইনবাইন্ডার বলেন, ‘গাজায় গত দুই বছর ধরে যা ঘটছে, তা বিবেককে নাড়া দেয়। একজন ইহুদি আমেরিকান নাগরিক হিসেবে আমি মনে করি, গণহত্যা বন্ধে আমাদের সাধ্যমতো চেষ্টা করা উচিত। এই গুরুত্বপূর্ণ সময়ে, যখন নেতারা ব্যর্থ হচ্ছেন, তখন শিল্পীদের এগিয়ে আসতে হবে। ইসরাইলের সঙ্গে কাজ বন্ধ করতে হবে।’

এই প্রতিবাদী শিল্পীদের তালিকায় রয়েছেন এমা স্টোন, অলিভিয়া কোলম্যান, আয়ো এডিবেরি, লিলি গ্ল্যাডস্টোন, মার্ক রাফেলো, পিটার সারসগার্ড, আইমি লু উড, পাপা এসিডু, গ্যয়েল গার্সিয়া বার্নাল, রিজ আহমেদ, মেলিসা বারেরা, সিনথিয়া নিক্সন, টিল্ডা সুইনটন, জেভিয়ার বারডেম, জো অ্যালউইন, জশ ও’কনর প্রমুখ। এছাড়া নির্মাতাদের মধ্যে রয়েছেন ইয়র্গোস ল্যান্থিমোস, আভা ডুভার্নে, অ্যাডাম ম্যাককে, বুটস রিলে, এমা সেলিগম্যান, জোশুয়া ওপেনহাইমার, মাইক লেই প্রমুখ।


Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.