অনন্যা বলেন, “গৌরী ম্যাম আমাকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দেখেছেন। তিনি বুঝতে পেরেছিলেন যে, এটি আমার প্রথম বাড়ি। তাই তিনি আমাকে নিজের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন।” তিনি আরও বলেন, “আমার জন্য এটি ছিল সম্পূর্ণ আবেগময় একটি সিদ্ধান্ত। আমি গৌরী ম্যামের সান্নিধ্যেই বড় হয়েছি। তিনি আমার কাছে প্রায় দ্বিতীয় মায়ের মতো। আমার পছন্দ-অপছন্দ তিনি এতটাই গভীরভাবে বুঝেছিলেন, যেন নিজের মেয়ে সুহানার জন্যই এই বাড়িটা সাজাচ্ছেন।”
গৌরী খানের সঙ্গে অনন্যার সম্পর্ক শুধু পেশাদার নয়, বরং গভীর ব্যক্তিগতও। গৌরী অনন্যার স্বপ্নকে নিজের মতো করে সাজিয়েছেন, কিন্তু কখনো নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেননি। বরং প্রতিটি ক্ষেত্রে অনন্যার মতামতকে গুরুত্ব দিয়েছেন।
উল্লেখ্য, অনন্যা পান্ডেকে আগামীতে কার্তিক আরিয়ানের বিপরীতে ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ সিনেমায় দেখা যাবে। সমীর বিদ্বান পরিচালিত এই সিনেমাটি ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।