দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল ২০১০ সালে রোহিত শেঠি পরিচালিত ‘সিঙ্ঘম’ সিনেমার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরপর থেকে একের পর এক সিনেমায় অভিনয় করে তিনি হয়ে উঠেছেন দর্শকদের প্রিয় মুখ। আজ এমন কোনো সিনেমাপ্রেমী নেই যিনি তাকে চেনেন না। তবে জনপ্রিয়তার পাশাপাশি এর নেতিবাচক দিকও রয়েছে। সম্প্রতি এমনই একটি ঘটনার শিকার হয়েছেন কাজল আগরওয়াল। সামাজিক মাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়ে তার মৃত্যুর গুজব।
সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় যে সড়ক দুর্ঘটনায় কাজল আগরওয়ালের মৃত্যু হয়েছে। এই গুজব ছড়ানোর পর থেকেই সামাজিক মাধ্যমে শোকবার্তার ঢল নামে। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করতে থাকেন।
কয়েক দিন ধরে এই গুজব দেখে বিরক্ত হয়ে উঠেন অভিনেত্রী। অবশেষে তিনি নিজেই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে নিজের সুস্থ ও নিরাপদ থাকার খবর জানান। কাজল লিখেছেন, “আমাকে নিয়ে একটি ভিত্তিহীন খবর রটেছে। আমার নাকি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। সত্যি বলতে কী— ব্যাপারটি ভীষণ মজার। কারণ এটি সম্পূর্ণ মিথ্যা। আপনাদের সবাইকে আশ্বস্ত করে বলছি— ঈশ্বরের কৃপায় আমি এখনো পুরোপুরি ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি।” তিনি আরও বলেন, “সবার কাছে আর্জি— এ ধরনের ভুয়া খবর বিশ্বাস করবেন না। সদা ইতিবাচক থাকুন।”
উল্লেখ্য, দুই বছর আগে কাজল আগরওয়াল মা হয়েছেন। বর্তমানে তিনি অভিনয় থেকে কিছুটা দূরে রয়েছেন। তবে ভক্তরা আশা করছেন, খুব শিগগির তিনি আবার পর্দায় ফিরবেন।