জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ব্যক্তিগত জীবনের ঝড় পেরিয়ে দুই সন্তানকে নিয়ে নতুন করে পথচলা শুরু করেছেন। স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ এবং নানা শামসুল হক গাজীর মৃত্যুর মতো কঠিন সময় অতিক্রম করে তিনি আবারও তার পেশাগত জীবনে নিয়মিত হয়েছেন। সম্প্রতি তার ক্যারিয়ারের প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ অসাধারণ অভিনয়ের জন্য জনপ্রিয় ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। এই অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফিরে আবেগে ভেসেছেন পরীমনি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) রাতে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি ভক্তদের সঙ্গে তার এই আনন্দ ও আবেগের মুহূর্ত ভাগ করে নিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, “এখন আমার ঘরের দরজা খুলে দেওয়ার মানুষ তারা। নানাভাই মারা যাওয়ার পর আর কেউ আমার ঘরে ফেরার জন্য এভাবে অপেক্ষা করেনি। গতকাল রাতে যখন আমি অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফিরলাম তখন দরজা খুলেই তারা দুজন এক ঝাঁপে আমার কোলে উঠে বসল। কী লাগে জীবনে আর!” সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লিখেছেন, “শুকরিয়া খোদা। আমি শুধু আল্লাহর কাছে এখন এই দোয়া করি যেন এই সুখে কারো নজর না লাগে। আহা! কী সুন্দর পরিপূর্ণ জীবন আমার। রূপকথার মতো সুন্দর। আলহামদুলিল্লাহ।”
পরীমনির আগামী সিনেমা ‘গোলাপ’। শীঘ্রই এই সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে। এতে তার বিপরীতে অভিনয় করবেন নিরব। এটি এই দুই তারকার প্রথম যৌথ সিনেমা, যার পরিচালনা করছেন সামছুল হুদা।
এর আগে পরীমনি ‘ডোডোর গল্প’ নামে একটি সিনেমার শুটিং সম্পন্ন করেছেন। প্রায় দুই বছর আগে শুরু হয়েছিল এই ছবির শুটিং। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক।
ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করে পরীমনি তার ক্যারিয়ারে নতুন উচ্চতায় পৌঁছাচ্ছেন। তার এই পথচলা ভক্তদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠছে।