গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে রাজ কুন্দ্রা অভিনীত সিনেমা ‘মেহর’। এই সিনেমার প্রথম দিনের আয় পাঞ্জাবের বন্যা ত্রাণে দান করার ঘোষণা দিয়েছিলেন রাজ। কিন্তু এতেও দর্শকদের মধ্যে তেমন সাড়া পড়েনি। এদিকে, শিল্পা শেঠির বাড়িতে সম্প্রতি এসেছিলেন কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খান, তার নতুন চ্যানেলের অনুষ্ঠানের জন্য। ফারাহ যখন রাজের কথা জিজ্ঞেস করেন, তখন শিল্পা মজা করে বলেন, তিনি তার স্বামীর সঙ্গে নয়, বরং ‘প্রেমিকের’ সঙ্গে এই বাড়িতে থাকছেন। এই কথা শুনে ফারাহ হতবাক হলেও, পরে শিল্পা হাসতে হাসতে জানান, এই ‘প্রেমিক’ আর কেউ নন, তার স্বামী রাজ কুন্দ্রাই। ‘মেহর’ সিনেমায় রাজ একজন সর্দারজির চরিত্রে অভিনয় করেছেন, আর সেই চরিত্রের প্রেমেই নাকি পড়েছেন শিল্পা। এই ঘটনা থেকে স্পষ্ট যে, শিল্পা তার স্বামীর সিনেমার প্রচারে কোমর বেঁধে মাঠে নেমেছেন।
এদিকে, বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এও অংশ নিয়েছেন রাজ কুন্দ্রা। পাশাপাশি, তার তিনটি পাঞ্জাবি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। বছরের শুরুটা রাজের জন্য ভালো হলেও, হঠাৎ করেই প্রতারণার অভিযোগে নতুন করে বিতর্কে জড়িয়ে পড়েছেন এই তারকা দম্পতি। এই ঘটনা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে কী প্রভাব ফেলবে, তা নিয়ে চলছে নানা জল্পনা।