২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। অভিনয়ের পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয়।
সম্প্রতি সামাজিক মাধ্যমে এক পোস্টে মিষ্টি লিখেছেন, ‘শুধুই আমাকে ভালোবাসুন।’ একাধিক ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘শুধু শুধুই আমাকে ভালোবাসুন এবং আমাকে ভালোবাসুন।’ সঙ্গে যোগ করেছেন ভালোবাসার ইমোজি।
পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, ছোট পোশাকে আবেদনময়ী লুকে মিষ্টি জান্নাত ক্যামেরাবন্দী হয়েছেন। তার এই পোস্টে নেটিজেনদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে। একজন নেটিজেন কমেন্টে লিখেছেন, ‘মিষ্টি জান্নাত মেয়েটি না আসলেই অনেক সুন্দর।’ আরেকজন লিখেছেন, ‘অসংখ্য ভালোবাসা আপনার জন্য।’