নিলামকারী অরোর ইলি সংবাদ সংস্থা এএফপিকে জানান, কনসার্টের পর জ্যাকসনের ড্রেসিংরুমের কাছে একজন টেকনিশিয়ান এই মোজাটি খুঁজে পান। মোজাটি ফ্রেমে রাখা ছিল, সঙ্গে ছিল টেকনিশিয়ানের ব্যাকস্টেজ পাস। ফ্রান্সের নিলাম সাইট ইনটাররেনচিয়াসডটকম জানায়, মাইকেল জ্যাকসন তাঁর ‘বিলি জিন’ গানের পারফরম্যান্সের সময় এই রাইনস্টোন-খচিত সাদা স্পোর্টস মোজা পরেছিলেন, যা তাঁর আইকনিক ‘মুনওয়াক’ নৃত্যের সময় দর্শকদের নজর কেড়েছিল। বর্তমানে মোজাটির রঙ মলিন এবং রাইনস্টোনগুলো হলুদ হয়ে গেছে। তবু ইলি বলেন, “এটি মাইকেল জ্যাকসনের ভক্তদের কাছে একটি ব্যতিক্রমী এবং কাল্ট স্মারক।”
মাইকেল জ্যাকসনের স্মারক সংগ্রহের প্রতি ভক্তদের আগ্রহ নতুন নয়। এর আগে ২০০৯ সালে তাঁর প্রথম ‘মুনওয়াক’ পারফরম্যান্সের সময় পরা একটি গ্লাভ ম্যাকাওর একটি গেমিং রিসোর্ট ৩৫০,০০০ ডলারে কিনেছিল। ২০২৩ সালে প্যারিসে তাঁর একটি টুপি ৮০,০০০ ডলারেরও বেশি দামে বিক্রি হয়। মাইকেল জ্যাকসন ২০০৯ সালে মাত্র ৫০ বছর বয়সে মাদকের অতিমাত্রায় মৃত্যুবরণ করেন। তাঁর বিরুদ্ধে জীবদ্দশায় এবং মৃত্যুর পরও শিশু নির্যাতনের অভিযোগ উঠলেও, তিনি এবং তাঁর প্রতিনিধিরা এসব অভিযোগ অস্বীকার করেছিলেন।
নিলামে এই মোজাটি ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে, যা ‘কিং অব পপ’-এর অমর জনপ্রিয়তা ও সাংস্কৃতিক প্রভাবের প্রমাণ বহন করে।