এক সময় টেলিভিশনের পর্দায় ‘রাশি’ চরিত্রে অভিনয় করে দর্শকমনের বিশেষ জায়গা করে নিয়েছিলেন গীতশ্রী রায়। ঘরোয়া, আটপৌরে, মিষ্টি মেয়েটিকে ভুলতে পারেননি অনেক দর্শকই। সেই গীতশ্রী রায় এবার শুধুই অভিনেত্রী নন, নতুন পরিচয়ে হাজির হচ্ছেন—ব্যবসায়ী।
অভিনয়ের পাশাপাশি এবার রূপচর্চার দুনিয়ায় পা রাখছেন গীতশ্রী। অভিনেত্রী অর্পিতা সরকারের সঙ্গে যৌথভাবে কলকাতায় চালু করছেন একটি ফ্যামিলি স্যালোঁ। ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে গীতশ্রী জানান, “হঠাৎ করেই সবকিছু ঠিক হয়ে গেল। পুরো পরিকল্পনা ছিল অর্পিতার, আমি পরে যুক্ত হয়েছি। রিল লাইফে ও আমার বোন, এখন রিয়েল লাইফেও আমরা দুই বোন।”
গীতশ্রী মনে করেন, বাহ্যিক সৌন্দর্যের চেয়ে ভেতরের সৌন্দর্য বেশি গুরুত্বপূর্ণ, তবে নিজের যত্ন নেওয়াটাও কম গুরুত্বপূর্ণ নয়। সেই ভাবনাই নতুন এই ব্যবসা শুরু করার পেছনে অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।
বর্তমানে তিনি অভিনয় করছেন ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে ‘জ্যোৎস্না’ চরিত্রে। তবে ক্যারিয়ারের মোড় ঘোরানো কাজ ছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘রাশি’। এক বন্ধুর পরামর্শে ভারত লক্ষ্মী স্টুডিওতে গিয়ে অডিশন দিয়েছিলেন, সেখানেই ভাগ্য খুলে যায় তাঁর। মূল চরিত্র ‘রাশি’র মাধ্যমে পৌঁছে যান ঘরে ঘরে।
‘রাশি’ শেষ হওয়ার পর গীতশ্রী অভিনয় করেছিলেন ‘দেবীপক্ষ’ নামের ধারাবাহিকে, যেটি বাংলাদেশেও দারুণ জনপ্রিয়তা পায়। তবে তা দর্শকমনে আগের মতো দাগ কাটতে পারেনি।
ব্যক্তিজীবনে বরাবরই আত্মনির্ভরশীল গীতশ্রী। ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিওতে অকপটে জানিয়েছেন, নিজের উপার্জনের বড় অংশ খরচ করেন ভ্রমণ ও শপিংয়ে। মাসের শেষে মাঝেমধ্যে বাবার কাছ থেকে হাতখরচ নিতে হয়—এই খোলামেলা স্বীকারোক্তি তাঁকে আরও প্রিয় করে তুলেছে অনুরাগীদের কাছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও গীতশ্রী বেশ জনপ্রিয়। করোনাকালে ইনস্টাগ্রামে নিয়মিত ছবি ও ভিডিও আপলোডের মধ্য দিয়ে ভক্তদের আরও কাছে এসেছেন। কখনো শাড়িতে, কখনো স্কার্ট বা জিনসে ধরা দিয়েছেন নানা রূপে। ধারাবাহিকের সেই পরিচিত ‘রাশি’র একেবারে বিপরীত এই নতুন রূপে মুগ্ধ ভক্তরা।
জিমে না গিয়ে কীভাবে নিজেকে ফিট রাখেন—জানতে চাইলে হাসতে হাসতে বলেন, “জিম শব্দটাই যমের মতো ভয়ংকর লাগে।” তাঁর মতে, “নিয়মিত নাচাই আমার শরীরচর্চা।” ছোটবেলায় স্বপ্ন দেখতেন মাধুরী দীক্ষিতের মতো নৃত্যশিল্পী হওয়ার। সেই স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলেন নাচের স্কুলে। সেখানে শিখেছেন কত্থক, ভরতনাট্যম ও পাশ্চাত্য ঘরানার নাচ।
একটি ধারাবাহিক যে একজন অভিনেত্রীর জীবনে কত বড় পরিবর্তন আনতে পারে, তার প্রকৃত উদাহরণ গীতশ্রী রায়। ‘রাশি’ তাঁকে এনে দিয়েছিল পরিচিতি, আত্মবিশ্বাস এবং আজকের অবস্থান। এবার নতুন এক ভূমিকায়—ব্যবসায়ী গীতশ্রী কতটা সফল হন, সেটাই দেখার বিষয়।