সাক্ষাৎকারে সঞ্চালকের প্রশ্নের জবাবে জয়া জানান, তাঁর জীবনে একজন ‘বিশেষ মানুষ’ রয়েছেন। তিনি বলেন, “হ্যাঁ, অবশ্যই। মানুষ তো একা থাকতে পারে না। অবশ্যই আছে।” নাম প্রকাশ না করলেও তিনি জানান, তাঁর সঙ্গী সিনেমা জগতের কেউ নন। তবে সিনেমার কারও সঙ্গে সম্পর্কে না জড়ানোর বিষয়টি তার সচেতন সিদ্ধান্ত নয়, এটি স্বাভাবিকভাবেই হয়েছে।
জয়া বলেন, “আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি, বহু বছর। যেকোনো সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু হয়ে উঠতে পারা খুব গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই বন্ধু। সে আমার অনেক অত্যাচার সহ্য করে। আমি একজন অভিনয়শিল্পী, অনেক ট্রাভেল করি, কলকাতায় এসে কাজ করি। সে এসব কিছু মনে করে না, আমাকে কাজ করতে দেয়। আমরা দুজনই খুব প্রাইভেট পারসন, নিজেদের মতো করে থাকার চেষ্টা করি।”
সঙ্গীর পছন্দের বিষয় জানতে চাইলে জয়া বলেন, “সে অনেক শান্ত।” সঞ্চালকের মন্তব্যের জবাবে তিনি হেসে বলেন, “হ্যাঁ, আমিও শান্ত। হয়তো সে জন্যই তাকে পছন্দ করেছি।”
বিশেষ মানুষকে বিয়ে করার পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নে জয়া বলেন, “এটা এখনই কিছু বলতে পারছি না। বিয়ে করার জন্য খুব তাড়াতাড়ি ইচ্ছা হবে বা আদৌ হবে কি না, জানি না। তবে বিয়ে করে একসঙ্গে থাকার ধারণাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু এ নিয়ে এখনো সিদ্ধান্ত নিইনি।” বিয়ের জন্য তৈরি কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “এটা তৈরি হওয়ার ব্যাপার নয়। আমার একটা ভীতি আছে, ভয় কাজ করে।” অতীত সম্পর্কের তিক্ততার কারণে কি এমন ভয়—এমন প্রশ্নের জবাবে জয়া বলেন, “হতেই পারে। আমারও সেটাই মনে হয়।”
সাক্ষাৎকারে জয়া আরও জানান, কয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাননি। জয়ার এই খোলামেলা সাক্ষাৎকার ভক্তদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।