রোববার (১০ আগস্ট) সাদিয়া তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি শেয়ার করেছেন, যা ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিগুলোতে তাকে কমলা রঙের পোশাকে তলোয়ার হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যেন একজন নারী যোদ্ধা যুদ্ধের জন্য প্রস্তুত। একটি ছবিতে তিনি অন্য একজনের সঙ্গে তলোয়ার হাতে লড়াই করছেন এবং আত্মরক্ষায় ব্যস্ত। প্রতিটি ফ্রেমে তার চোখেমুখে ফুটে উঠেছে সাহসী ও দৃঢ় অভিব্যক্তি। ছবির ক্যাপশনে সাদিয়া লিখেছেন, ‘যে মেয়ে নিজের প্রাপ্যের জন্য লড়ে যায়’। এই ছবি ও ক্যাপশন থেকে স্পষ্ট, খুব শিগগিরই তার অভিনীত নতুন কোনো প্রজেক্টে দর্শকরা তাকে একটি শক্তিশালী ও ভিন্ন চরিত্রে দেখতে পাবেন।
সাদিয়ার এই সাহসী লুক এবং দারুণ আত্মবিশ্বাস ভক্তদের মাঝে কৌতূহল বাড়িয়ে দিয়েছে। নাটক, ওয়েব সিরিজ, নাকি সিনেমা—যে মাধ্যমেই হোক, সাদিয়া আয়মান দর্শকদের সামনে নতুন এক চমক নিয়ে আসছেন। ভক্তরা এখন অপেক্ষায়, পর্দায় এই তরুণ অভিনেত্রী কীভাবে নিজের প্রাপ্যের জন্য লড়াই করা একটি শক্তিশালী চরিত্রে হাজির হবেন।