মনিকার জন্ম রাশিয়ার মস্কোতে। তার বাবা ভারতীয় এবং মা রাশিয়ান। তিনি বাংলা ভাষায় কথা বলতে পারেন এবং শাড়ি পরেন বলে অনেকে তাকে বাংলাদেশি ভাবলেও তিনি জানান, তার বাংলাদেশের সঙ্গে কোনো পারিবারিক সম্পর্ক নেই। এক সাক্ষাৎকারে মনিকা বলেন, “আমার পাঁচ বছর বয়সে আমি বাংলাদেশে এসেছিলাম। আমার বাবার এখানে ব্যবসা ছিল। পরে আমি মায়ের কাছে রাশিয়ায় ফিরে গেলেও বাংলা ভাষা ভুলিনি। বাবার কারণে আমি ভারতীয় ভাষাও শিখেছি।”
বাংলাদেশের ভাষা, সংস্কৃতি ও মানুষের প্রতি তার ভালোবাসার কথা জানিয়ে মনিকা বলেন, “আমার মা রাশিয়ান, বাবা ভারতীয়, কিন্তু আমার বাংলাদেশ বেশি ভালো লাগে। বিয়ের ক্ষেত্রে মনের বিষয়টাই বেশি গুরুত্বপূর্ণ। আমি মনে করি, সব বাংলাদেশি, ভারতীয় বা রাশিয়ানের মন ভালো নয়। তাই যার মন বেশি ভালো হবে, তাকেই বিয়ে করব।”
বিয়ে প্রসঙ্গে তিনি আরও বলেন, “তবে আমার ইচ্ছা বাংলাদেশে বিয়ে করার। এখানকার পাঞ্জাবি পরা ছেলেদের আমার খুব ভালো লাগে। তবে যাকেই বিয়ে করি, বাংলাদেশ, ভারত ও রাশিয়ার পোশাক পরেই বিয়ের আয়োজন করতে চাই।”
মনিকার রুশ নাম মারিয়া ভ্যালিরিয়েভনা, ডাকনাম মনিশকা। তিনি লাতিন নাচে পারদর্শী এবং বাবার ব্যবসার কারণে ছোটবেলা থেকেই বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। এ কারণে তিনি রাশিয়ান ভাষা ছাড়াও বাংলা, হিন্দি, পোলিশ, তুর্কি, ইংরেজি এবং আজারবাইজানের ভাষায় কথা বলতে পারেন। এই লাস্যময়ী মডেলের বাংলাদেশের প্রতি ভালোবাসা এবং তার ভাইরাল ভিডিও নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।