শনিবার (৯ আগস্ট) ভোররাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে কিয়ারা তাঁর মাতৃত্বের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “আমি তোমার ডায়াপার বদলাচ্ছি আর তুমি আমার গোটা দুনিয়াটাই বদলে দিয়েছ।” এই পোস্টে স্পষ্টতই তিনি তাঁর সন্তানকে নিয়ে শুরু হওয়া নতুন জীবনের কথা বোঝাতে চেয়েছেন।
উল্লেখ্য, মা হওয়ার পর গত ১ আগস্ট ছিল কিয়ারার প্রথম জন্মদিন। ৩৪তম জন্মদিনে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “আমার সর্বকালের সেরা জন্মদিন পালন করলাম।” ২০২৩ সালে কিয়ারা ও সিদ্ধার্থ বিয়ে করেন। চলতি বছরের শুরুতে তারা তাদের পরিবারে নতুন সদস্যের আগমনের খবর জানিয়েছিলেন। অন্তঃসত্ত্বা হওয়ার পর কিয়ারা কাজ থেকে ছুটি নিয়েছিলেন। তবে এ বছরের কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে হেঁটে সবার নজর কেড়েছেন তিনি।
কিয়ারার নতুন ছবি ‘ওয়ার ২’ শিগগিরই মুক্তি পাবে, যা মা হওয়ার পর তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি হতে চলেছে। সিদ্ধার্থ ও কিয়ারার এই নতুন জীবনের অধ্যায় ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।