নিক বলেন, “আমি পুনর্জন্মে বিশ্বাসী। অবশ্যই বিশ্বাস রাখি। আগামী জন্মগুলোতেও স্ত্রীকেই সঙ্গী হিসেবে দেখতে চাই। এই চিন্তা আমাকে শান্তি দেয়। এ জন্মে আমাদের একসঙ্গে থাকার সময় খুব ক্ষুদ্র মনে হয়। পরের জন্মেও আরও ভালোবাসা বাকি রয়েছে, এটা ভেবে খুব ভালো লাগে।”
নিকের এই আবেগঘন মন্তব্যে ভক্ত-অনুরাগীরা মুগ্ধ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রশংসায় ভরে গেছে। একজন ভক্ত লিখেছেন, “প্রিয়াংকার বিষয়ে নিক যা বলেন, আমি চাই আমার জন্যও কোনো পুরুষ এমন কথা বলুক। নিকের মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার।” অন্য এক নেটিজেন লিখেছেন, “পুনর্জন্মে প্রিয়াংকাকেই সঙ্গী হিসেবে দেখে শান্তি খুঁজে পান নিক। এর চেয়ে গভীর প্রেম আর কী হতে পারে!”
প্রিয়াংকা ও নিকের এই ভালোবাসার গল্প ভক্তদের মনে নতুন করে রোমান্সের স্বপ্ন জাগিয়েছে। তাদের এই সম্পর্ক বিনোদন জগতে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।