Saturday, August 2, 2025

রজনীকান্তের ‘কুলি’ পেল ‘এ’ সার্টিফিকেট: ৩৬ বছর পর প্রাপ্তবয়স্কদের জন্য থালাইভারের সিনেমা

 ভারতের মেগাস্টার রজনীকান্তের বয়স ৭৫ ছুঁইছুঁই হলেও তাঁর মগজ ও মননে যেন এখনও ত্রিশের তরুণের উদ্যম। তাঁর আসন্ন সিনেমা ‘কুলি’ নিয়ে ভক্তদের উত্তেজনা এখন আকাশচুম্বী। মুক্তির মাত্র দুই সপ্তাহ বাকি থাকতেই সিনেমাটি ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ‘এ’ (প্রাপ্তবয়স্কদের জন্য) সার্টিফিকেট পেয়েছে, যা গত ৩৬ বছরে রজনীকান্তের প্রথম ‘এ’ রেটেড সিনেমা হিসেবে ইতিহাস গড়েছে।

লোকেশ কানাগরাজ পরিচালিত এই সিনেমা রজনীকান্তের সঙ্গে তাঁর প্রথম কাজ, যা নিয়ে ভক্ত ও সমালোচকদের প্রত্যাশা তুঙ্গে। সাধারণত রজনীকান্তের সিনেমাগুলো সব বয়সের দর্শকদের জন্য নির্মিত হয়, কিন্তু ‘কুলি’র তীব্র অ্যাকশন ও সম্ভাব্য কঠোর বিষয়বস্তুর কারণে এটি শুধুমাত্র ১৮ বছরের ঊর্ধ্ব দর্শকদের জন্য সীমাবদ্ধ। এটি লোকেশ কানাগরাজেরও প্রথম ‘এ’ রেটেড সিনেমা, যিনি ‘বিক্রম’ ও ‘লিও’র মতো উচ্চ-অকটেন অ্যাকশন সিনেমার জন্য পরিচিত।

আশির দশকে রজনীকান্তের ‘পুথুকভিথাই’ (১৯৮২), ‘রাঙ্গা’ (১৯৮২), ‘নান সিগাপ্পু মণিথান’ (১৯৮৫), ‘নেত্রিকন’ (১৯৮১) এবং ‘শিবা’ (১৯৮৯) সিনেমাগুলো ‘এ’ সার্টিফিকেট পেয়েছিল। ১৯৮৯ সালের পর এই প্রথম তাঁর কোনো সিনেমা প্রাপ্তবয়স্কদের জন্য রেটিং পেল। ভক্তদের মতে, ‘উরকাভালান’ (১৯৮৭)ও ‘এ’ রেটিং পেয়েছিল, যদিও এটি নিশ্চিত করা যায়নি।

‘কুলি’ আগামী ১৪ আগস্ট, ২০২৫-এ বিশ্বব্যাপী মুক্তি পাবে, তামিল, হিন্দি, তেলুগু ও কন্নড় ভাষায়। একই দিনে মুক্তি পাচ্ছে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’, যা পরিচালনা করছেন আয়ান মুখার্জি। এই দুই বৃহৎ বাজেটের সিনেমার সংঘর্ষ ভারতীয় বক্স অফিসে একটি রোমাঞ্চকর লড়াইয়ের প্রতিশ্রুতি দিচ্ছে।

‘কুলি’র ‘এ’ সার্টিফিকেট নিয়ে ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজন ভক্ত এক্স-এ লিখেছেন, “এ’ সার্টিফিকেট একটি শক! তবে এটি বোঝায় লোকেশ ও রজনীকান্ত কোনো আপস করেননি। দেখার জন্য অপেক্ষা করতে পারছি না!” আরেকজন লিখেছেন, “রজনীকান্তের সিনেমা সবাই মিলে দেখে, বাচ্চারাও। ‘এ’ রেটিং কেন?” তবে ‘অ্যানিমেল’ (২০২৩) ও ‘কবির সিং’ (২০১৯)-এর মতো ‘এ’ রেটেড সিনেমার সাফল্য প্রমাণ করে, এ ধরনের সিনেমাও বক্স অফিসে ঝড় তুলতে পারে।

সান পিকচার্স প্রযোজিত ‘কুলি’তে রজনীকান্ত ছাড়াও আমির খান (ক্যামিও), নাগার্জুন, উপেন্দ্র, শ্রুতি হাসান, সত্যরাজ, সৌবিন শাহির, রেবা মনিকা জন, জুনিয়র এমজিআর ও মনিশা ব্লেসি অভিনয় করেছেন। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্র। ২ আগস্ট চেন্নাইয়ের নেহরু ইনডোর স্টেডিয়ামে ট্রেলার ও অডিও লঞ্চ হওয়ার কথা রয়েছে, যা ভক্তদের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

ভারতীয় গণমাধ্যমের মতে, ‘কুলি’র তীব্র অ্যাকশন ও লোকেশ কানাগরাজের নো-কম্প্রোমাইজ দৃষ্টিভঙ্গি এটিকে ২০২৫ সালের অন্যতম প্রত্যাশিত সিনেমা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তবে ‘এ’ সার্টিফিকেট হিন্দিভাষী বাজারে এর সম্ভাবনাকে কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।


Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.