সম্প্রতি নুসরাত ফারিয়া সামাজিক মাধ্যমে এক মিনিটের একটি ভিডিও শেয়ার করেছেন, যা প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে তাঁকে দুটি ভিন্ন লুকে দেখা গেছে, যা দর্শকদের মুগ্ধ করেছে।
প্রথম লুকে নুসরাতকে দেখা গেছে একটি জমকালো লাল শাড়িতে। ভারি গহনায় সেজে তিনি ফুটে উঠেছেন রাজসিক আভিজাত্যে। কপালে টিকলি, কানে ঝুমকা, গলায় চওড়া নেকলেস, নাকে ছোট্ট নোজ রিং এবং হাতে মানানসই চুড়ি ও বালার সমন্বয়ে তাঁর এই সাজ দর্শকদের নজর কেড়েছে।
দ্বিতীয় লুকে নুসরাতকে দেখা গেছে একটি সাদা পোশাকে, যেখানে তিনি ভিন্ন ধরনের গহনায় সেজেছেন। কানে দুল, গলায় চিকন চোকার, হাতে ব্রেসলেট ও আংটির সঙ্গে চুলে বেনি এবং মুখে মিষ্টি হাসি তাঁর স্নিগ্ধতাকে আরও বাড়িয়ে তুলেছে। এই লুকটি তাঁর বৈচিত্র্য ও কমনীয়তার প্রতীক হিসেবে প্রশংসিত হয়েছে।
ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই নুসরাতের রূপ, স্টাইল ও আত্মবিশ্বাসের প্রশংসা করে মন্তব্য করেছেন। এই ভিডিওর মাধ্যমে নুসরাত ফারিয়া আবারও প্রমাণ করেছেন যে তিনি শুধু অভিনয় নয়, ফ্যাশন ও স্টাইলেও সমানভাবে দক্ষ।