কিয়ারা এক রেডিও শোতে জানিয়েছিলেন, বলিউডে ইতিমধ্যেই আলিয়া ভাট নামে একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী থাকায় তিনি নিজের নাম পরিবর্তন করেন। ‘এক বনে দুই রাজা থাকতে পারে না’—এই ভেবে তিনি সালমান খান ও প্রিয়াংকা চোপড়ার পরামর্শে ‘কিয়ারা’ নাম গ্রহণ করেন।
২০১৪ সালে ‘ফাগলি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় কিয়ারার। তবে ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ তাঁকে দর্শকদের মাঝে আলোচনায় নিয়ে আসে। এরপর করণ জোহরের ‘লাস্ট স্টোরিজ’ সিনেমায় তাঁর অভিনয় সমালোচকদের নজর কাড়ে। ‘কবির সিং’, ‘গুড নিউজ’, ‘ভুল ভুলাইয়া ২’ এবং ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমাগুলো তাঁকে বক্স অফিসে ব্যবসাসফল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে। তবে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘শেরশাহ’ সিনেমা তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এই সিনেমায় সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা ২০২৩ সালে বিয়েতে পরিণত হয়।
মুম্বাইয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করা কিয়ারা তাঁর অভিনয় ও ফ্যাশন সেন্স দিয়ে বলিউডে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছেন। তাঁর জন্মদিনে ভক্তরা সামাজিক মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন, এবং তাঁর নতুন জীবনের অধ্যায়ের জন্য উতসাহ প্রকাশ করেছেন।