অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে সহ-অভিনেতারা সুযোগ নেওয়ার চেষ্টা করেছেন কিনা—এমন প্রশ্নের জবাবে অনুপ্রিয়া বলেন, “এমন ঘটনা দুইবার ঘটেছে। প্রথমবার বলব না যে তিনি ইচ্ছাকৃতভাবে সুযোগ নিচ্ছিলেন, তবে একধরনের উত্তেজনা তাকে গ্রাস করেছিল। আমি বুঝতে পারছিলাম তিনি উত্তেজিত হচ্ছেন, যা হওয়া উচিত নয়। এটি একটি চুম্বনের দৃশ্যে ঘটেছিল। আরেকবার আমি এমন পোশাক পরেছিলাম, যা খুব আরামদায়ক ছিল না। সেবারও ওই অভিনেতা এমন কিছু করেছিলেন, যা না করলেও চলত।”
বলিউডে ‘ববি জাসুস’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করা অনুপ্রিয়া সবশেষ ‘বার্লিন’ ছবিতে অভিনয় করেছেন। ওয়েব সিরিজের জগতেও তিনি সমান দাপট দেখিয়েছেন। ‘সেক্রেড গেমস’-এ সাইফ আলী খান ও নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে কাজের পাশাপাশি ‘ক্রিমিনাল জাস্টিস’, ‘অসুর: ওয়েলকাম টু ইয়োর ডার্কসাইট’, ও ‘আশ্রম’-এর মতো আলোচিত সিরিজে তার অভিনয় দর্শকপ্রিয়তা পেয়েছে।