গুরুতর আহত অবস্থায় আসিফকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আসিফের পরিবারের সদস্যরা জানান, এর আগেও অভিযুক্তদের সঙ্গে পার্কিং নিয়ে তাদের ঝামেলা হয়েছিল, তবে তা কখনো এত ভয়াবহ রূপ নেয়নি। আসিফের স্ত্রী শাহিন ভারতীয় গণমাধ্যমে বলেন, “আমার স্বামী কাজ থেকে ফিরে দেখেন বাড়ির সামনে প্রতিবেশীর স্কুটার রাখা। সেটি সরাতে বলায় ঝগড়া শুরু হয়। একপর্যায়ে প্রতিবেশী ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন।”
পুলিশ ইতিমধ্যে হত্যার সঙ্গে জড়িত অভিযোগে দুই ভাই উজ্জ্বল (১৯) ও গৌতমকে (১৮) গ্রেপ্তার করেছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করেছে। শুক্রবার (৮ আগস্ট, ২০২৫) অভিযুক্তদের আদালতে তোলা হবে। ঘটনার আরও তদন্তের জন্য পুলিশ আশপাশের প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে। ভারতীয় দণ্ডবিধির (বিএনএস) ১০৩ ধারায় হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।