বর্তমানে সারিকা নিয়মিত অভিনয়ে ফিরেছেন এবং গল্পনির্ভর ও চরিত্রনির্ভর কাজে নিজেকে যুক্ত রাখতে চান। তিনি বলেন, “টিভিসির মাধ্যমে আমার বিনোদন জগতে পথচলা শুরু হয়। এরপর স্বল্পদৈর্ঘ্যসহ বিভিন্ন কাজে অভিনয় করি। মুহাম্মদ মুস্তাফা কামাল রাজের ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকে কাজ করার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি। আমি সবসময় গল্পনির্ভর ও চরিত্রনির্ভর কাজে আগ্রহী, কারণ এতে নিজেকে প্রমাণ করার সুযোগ থাকে।”
ক্যারিয়ারের শুরুর অভিজ্ঞতা প্রসঙ্গে সারিকা বলেন, “শুরুতে ইন্ডাস্ট্রি সম্পর্কে কিছুই বুঝতাম না। নিজের মতো করে সবার সঙ্গে যোগাযোগ করতাম। অডিশন দিয়ে নিজেকে প্রমাণ করে কাজ পেতাম।”
অভিনয় থেকে বিরতির কারণ জানিয়ে তিনি বলেন, “নিয়মিত কাজ করলে জীবনে শৃঙ্খলা রাখা কঠিন হয়ে যায়। ঘুম, খাবার—সবকিছুতেই অনিয়ম চলে আসে। আমার ওজন বেড়ে গিয়েছিল, যা ক্যামেরায় স্পষ্ট বোঝা যাচ্ছিল। তাই ওজন নিয়ন্ত্রণের জন্য বিরতি নিই। তবে এর মধ্যে সৈয়দ আহমেদ শাওকীর ‘গুলমোহর’ সিরিজে কাজের সুযোগ পাই। এমন গল্প বারবার আসে না, তাই নিয়ম মেনে কাজটি করি। এখনো নিয়ম মেনে কাজ করার চেষ্টা করি। কষ্ট হলেও নিজেকে ফিট রাখা জরুরি।”
বর্তমানে সারিকার নাটকের কাজ আগের তুলনায় অনেক বেড়েছে। তিনি বিজ্ঞাপন ও ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত কাজ করছেন। সব মিলিয়ে এই অভিনেত্রী ক্যারিয়ারের এক ব্যস্ত সময় পার করছেন।