সম্প্রতি মাহিকে দেখা গেছে ‘বকুল ফুল’ নামের একটি নাটকে। এই নাটকটি দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। নাটকে মাহির বিপরীতে অভিনয় করেছেন আরশ খান। বৃহস্পতিবার (৭ আগস্ট) মাহি তার ফেসবুক আইডিতে নাটকটির শুটিংয়ের কিছু ছবি প্রকাশ করেছেন। এই ছবিগুলো দেখে দর্শকরা রীতিমতো চমকে গেছেন। মানসিক ভারসাম্যহীন এক নারীর চরিত্রে মাহি তার লুকে যেন বাস্তবতা ফুটিয়ে তুলেছেন। নাটকটি যারা দেখেছেন, তারা মাহির অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ।
ছবিগুলোতে মাহিকে দেখা যাচ্ছে উসকো-খুশকো চুলে, জট পড়া চুলে এবং এক হাতে খাবারের থালা নিয়ে উন্মাদ এক নারী হিসেবে। নিরুপায় ও হারিয়ে যাওয়া এই চরিত্রে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। ছবি শেয়ার করে মাহি লিখেছেন, “বকুল ফুল-এর শুটিংয়ের আরেকটা সুন্দর মুহূর্তের ঝলক। পর্দার পেছনের এই গল্পগুলোই সব থেকে আপন।”
ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। মুহূর্তের মধ্যে ভক্তদের মন্তব্যে ভরে ওঠে তার ফেসবুক পোস্ট। একজন লিখেছেন, “হয়তো চোখে পানিও আসবে এই সিনটা দেখে।” আরেকজন মন্তব্য করেছেন, “ওরে আল্লাহ একদমই চেনা যাচ্ছে না, অসাধারণ হবে অভিনয়।” কেউ লিখেছেন, “মাহি অভিনীত ভিডিওগুলো দারুণ। আমরার সিলেটি ফুরি।” একজন ভক্ত প্রশংসা করে লিখেছেন, “অভিনয়ে আমাদের সামিরা খান মাহি আপু সেরা রেহ।” মাহিকেও তার ভক্তদের মন্তব্যের উত্তর দিতে দেখা গেছে।