গত বছর সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল একটি ভিডিও, যেখানে রুক্মিণীর জন্মদিনে দাদু এবং দিদার বিশেষ নাচের মুহূর্তে মেতে উঠেছিলেন অভিনেত্রী। সেই সুখের মুহূর্তের কিছুদিন পরেই দাদুর চলে যাওয়া পরিবারকে স্তব্ধ করেছে। মাত্র মাসখানেক আগে মাসিকেও হারিয়েছেন রুক্মিণী।
সম্প্রতি মুম্বাই সফরে ছিলেন অভিনেত্রী। দাদুর মৃত্যুর খবর পাওয়ার পর তিনি তড়িঘড়ি কলকাতায় ফিরে আসেন, মা ও দিদার পাশে থাকার জন্য। জানা যায়, যদিও দাদু বয়সজনিত কারণে অনেকটা প্রবীণ ছিলেন, তবে তিনি খুব অসুস্থ ছিলেন না।
অভিনেত্রী বর্তমানে সম্ভবত মুম্বাইতেই থাকছেন এবং সেখানে হিন্দি সিনেমার ওয়ার্কশপ করছেন বলে খবর। তবে নায়িকার পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
রুক্মিণী মৈত্রের শেষ বড়পর্দার সিনেমা ছিল ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। এরপর দর্শক তাকে বড়পর্দায় দেখা পাননি। তবে সম্প্রতি চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে ‘হাঁটি হাঁটি পা পা’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এখন দর্শকরা অধীর আগ্রহে নতুন ছবিতে তাকে দেখার অপেক্ষায় রয়েছেন।