ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, কয়েক মাস ধরে শান্তিনিকেতনে একটি সিনেমার শুটিংয়ে যুক্ত আছেন অরিজিৎ সিং। সম্প্রতি তালতোড় এলাকায় সেই সিনেমার একটি দৃশ্যের শুটিং চলাকালে রাস্তার একটি বড় অংশ আংশিকভাবে আটকে রাখা হয়। এতে ভোগান্তিতে পড়েন স্থানীয়রা।
ভুক্তভোগী কমলাকান্ত লাহা জানান, কাজের জন্য কোপাইয়ের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় রাস্তা বন্ধ থাকায় নিরাপত্তারক্ষীরা তাকে থামতে বলেন। প্রথমে পাঁচ মিনিট অপেক্ষা করতে বলা হলেও পরে জানানো হয় আরও ৩০ মিনিট লাগবে। জরুরি কাজ থাকায় তিনি রাস্তা পার হতে গেলে হাতে আঘাত পান এবং তাকে পুলিশ ভ্যানে তোলার চেষ্টা হয়। এ সময় তার একটি সোনার আংটিও হারিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
কমলাকান্তা বলেন, “আমি নিজেও একজন শিল্পী। আরেকজন শিল্পীর কাছ থেকে এমন ব্যবহার আশা করিনি।” পরে তিনি শান্তিনিকেতন থানায় মৌখিক অভিযোগ জানান এবং লিখিত অভিযোগও দাখিল করেন, যেখানে অরিজিৎ সিং ও তার দেহরক্ষীর নাম উল্লেখ রয়েছে।
বীরভূম জেলার পুলিশ সুপার জানিয়েছেন, অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং উভয় পক্ষের বক্তব্য শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অরিজিৎ সিং বা তার টিমের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।