সংগীত পরিচালনার দায়িত্বে থাকছেন শান্তনু মৈত্র, যিনি দুই বছর পর আবার বাংলা সিনেমার জন্য সুরবাজি করছেন। এর আগে দেবের ‘প্রধান’ সিনেমায় তার সুরে মুগ্ধ হয়েছিলেন সংগীতপ্রেমীরা। নতুন সিনেমায় জিতের সঙ্গে প্রথমবার কাজ করতে যাচ্ছেন তিনি। শান্তনু মৈত্র বলেন, “স্বাধীনতা সংগ্রামী থেকে ব্যাংক ডাকাতি, এরপর চলচ্চিত্র প্রযোজক—অনন্ত সিংয়ের এই অনন্য যাত্রা পড়ে আমি মুগ্ধ।”
পরিচালক পথিকৃৎ বসু বলেন, “আমি শান্তনুর দীর্ঘ দিনের ভক্ত। তার সংগীত আমাকে সবসময় অনুপ্রাণিত করে। ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ সিনেমায় তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত উত্তেজিত।”
সিনেমার কাহিনী হবে কিভাবে অনন্ত সিং মাস্টারদা সূর্য সেনের ছত্রছায়ায় স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়েছিলেন, সেই ইতিহাসকে কেন্দ্র করে। সিনেমাটির প্রযোজনা করছে নন্দী মুভিজ, পরিচালনায় আছেন প্রদীপ কুমার নন্দী।
আরও জানা গেছে, দীর্ঘদিন পর জিত এবার নিজের প্রযোজনার বাইরে অন্য কোনো প্রযোজনায় কাজ করতে যাচ্ছেন। নায়কের বিপরীতে কোন অভিনেত্রী দেখা যাবে, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে টালিপাড়ায় জল্পনা, জিতের বিপরীতে দেখা যেতে পারে বর্ষীয়ান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে।