ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি আবারও প্রেমের গুঞ্জনে শিরোনামে। চলতি বছরের শুরুতেই সংগীতশিল্পী শেখ সাদীর সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে মিডিয়া ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয়। এমনকি এক মামলায় সাদীকে পরীমনির জামিনদার হিসেবেও দেখা গিয়েছিল। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি বলেই ধরে নিয়েছিলেন অনেকে।
কিন্তু গত ১০ আগস্ট ঢাকার একটি পাঁচতারকা হোটেলে পরীমনির একমাত্র ছেলে পুণ্যের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাদী। এই ঘটনার পর থেকেই শুরু হয়েছে নতুন করে গুঞ্জন—তবে কি আবারও পুরোনো সম্পর্কে ফিরলেন তারা? যদিও এ বিষয়ে পরীমনি কিংবা সাদী কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।
তবে মাসের শেষ সপ্তাহে এসে নিজের একটি ফেসবুক পোস্টে যেন আবারও ভক্তদের কৌতূহল উসকে দিলেন পরীমনি। শুক্রবার দুপুরে সানগ্লাস পরা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন—
“এই সানগ্লাস আমার নয় কিন্তু সে আমার। সবাইকে জানাই শুভ শুক্রবার।”
এই পোস্টের পর থেকেই মন্তব্যের ঘরে ভক্তদের নানা জিজ্ঞাসা ও প্রতিক্রিয়া। কেউ লিখেছেন—‘সে কে?’, কেউ জানতে চেয়েছেন—‘নতুন প্রেমিক কি তবে?’ কেউবা মজা করে মন্তব্য করেছেন—‘সাদী আউট, নিউ ইন।’ আবার অনেকেই ভালোবাসার প্রতি শুভকামনা জানিয়েছেন।
প্রসঙ্গত, পরীমনি সবসময়ই ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা থাকেন। প্রেম, সম্পর্ক বা বন্ধুত্ব—সবই তিনি প্রকাশ্যে আনতে দ্বিধা করেন না। শেখ সাদীর সঙ্গে তার সম্পর্কের ইঙ্গিত বহু আগে থেকেই ছিল সামাজিক মাধ্যমে শেয়ার করা একাধিক ছবি ও ভিডিওতে।
তবে এবার কি সত্যিই পুরোনো প্রেমে ফিরছেন পরীমনি? নাকি এটি শুধুই একটি ক্যাজুয়াল ইঙ্গিত? সেই উত্তর সময়ই দেবে। আপাতত নেটদুনিয়ায় তার এই পোস্ট ঘিরে চর্চা থামছেই না।