ঢালিউড ও টালিউড—দুই পর্দাতেই দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার অভিনয় যেমন দর্শককে মুগ্ধ করেছে, তেমনি তার ফ্যাশন সেন্স ও ব্যক্তিত্ব সবসময়ই আলোচনার কেন্দ্রে। এবার নতুন এক মঞ্চে নতুন ভূমিকায় হাজির হচ্ছেন তিনি। দীর্ঘ সাত বছর পর আবারও শুরু হচ্ছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’, আর এই আয়োজনে প্রথমবারের মতো বিচারকের আসনে বসছেন জয়া আহসান।
২০০৫ সালে যাত্রা শুরু করা লাক্স সুপারস্টার বাংলাদেশে অনেক তারকা উপহার দিয়েছে। দীর্ঘ বিরতির পর ২০২৫ সালের এই আয়োজনে বিচারক হিসেবে থাকছেন জয়া আহসান ছাড়াও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী।
শুধু বিচারকই নয়, এবারের আয়োজনে জয়া আহসান থাকছেন একজন মেন্টর হিসেবেও। প্রতিযোগীদের অভিনয়, স্টাইলিং এবং কনটেন্ট নির্মাণে দিকনির্দেশনা দিতে তিনি যুক্ত থাকবেন পুরো যাত্রায়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি জানিয়ে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন এই তারকা। বেগুনি রঙের শাড়ি, মানানসই গহনা এবং হালকা মেকআপে তার উপস্থিতি নজর কেড়েছে নেটিজেনদের।
জয়া তার পোস্টে লিখেছেন, “লাক্স সুপারস্টারের একজন মেন্টর হিসেবে আমি গর্বিত যে, আমি অসাধারণ নারীর আত্মবিশ্বাসী পদার্পণ এবং প্রতিভা দেখতে যাচ্ছি। আমার লক্ষ্য—নতুন কণ্ঠস্বরকে প্রেরণা দেওয়া, নতুন প্রতিভাকে লালন করা এবং লাক্সের সুনাম আরও উজ্জ্বল করে তোলা। আসুন একসঙ্গে নারীর আত্মবিশ্বাস, সৌন্দর্য এবং অপ্রতিরোধ্য স্পৃহা উদযাপন করি।”
উল্লেখ্য, ‘লাক্স সুপারস্টার ২০২৫’ রিয়েলিটি শোর পর্বগুলো ২৯ আগস্ট থেকে প্রতি বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচার করা হবে।
এই নতুন যাত্রা ও দায়িত্বে জয়া আহসান কীভাবে প্রতিযোগীদের অনুপ্রাণিত করেন এবং বিচারকের ভূমিকায় তিনি কতটা সফল হন, তা দেখার অপেক্ষায় এখন দর্শক ও ভক্তরা।