‘দুগ্গা মা এসেছে’ শিরোনামের এই মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিককে, যিনি শাকিব খানের ‘অন্তরাত্মা’ সিনেমার মাধ্যমে আলোচনায় এসেছিলেন। এই ভিডিওতে দর্শনার সঙ্গে থাকবেন ইন্দ্রশিষ রায় ও রাহুল মজুমদার। গান, সুর, আর দৃশ্যে উৎসবের আমেজের পাশাপাশি থাকবে আবেগের ছোঁয়া, গ্ল্যামার, আর রঙের ছড়াছড়ি।
দর্শনা বণিক বাংলাদেশি দর্শকদের কাছে পরিচিত মুখ। শাকিব খানের বিপরীতে ‘অন্তরাত্মা’ এবং রোশানের সঙ্গে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছেন। বাংলাদেশি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দর্শনা বলেন, “বাংলাদেশে আমার অনেক ভালো লাগার মানুষ আছে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসছে পূজারও শুভেচ্ছা রইল। সেই সঙ্গে আমাদের এই গানটি উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই।”
সম্প্রতি এই মিউজিক ভিডিওর শুটিংয়ের কিছু দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, ক্যামেরার পেছনে নির্দেশনায় মগ্ন যিশু সেনগুপ্ত এবং ক্যামেরার সামনে পূজার আবহে মুগ্ধকর চরিত্রে দর্শনা বণিক। এই মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছে সৌরভ দাসের প্রযোজনা সংস্থা ‘হোয়াই সো সিরিয়াস’।
এ প্রসঙ্গে যিশু সেনগুপ্ত বলেন, “পূজা শুধু ধর্ম নয়, একটা আবেগ। পাড়া-প্রতিবেশী, বন্ধুত্ব, মিষ্টি প্রেম—সব মিলিয়ে একটা অনুভব। আমি চেষ্টা করেছি এই মিউজিক ভিডিওর মাধ্যমে সেই উষ্ণতা তুলে ধরতে।”
এই নতুন উদ্যোগে যিশু সেনগুপ্তের পরিচালনা কেমন প্রভাব ফেলে, তা দেখার জন্য মুখিয়ে আছেন তাঁর ভক্তরা। পূজার এই উৎসবমুখর মিউজিক ভিডিও দর্শকদের মনে কী জায়গা করে নেয়, সেটাই এখন দেখার বিষয়।