মধ্যপ্রদেশের বাসিন্দা মোনালিসা মহাকুম্ভমেলায় মালা বিক্রেতা হিসেবে প্রথম সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তাঁর শ্যামলা গায়ের রং, বাদামি চোখ, আর উজ্জ্বল হাসিতে মুগ্ধ হয়েছিল নেটপাড়া। এই জনপ্রিয়তার সুবাদে তিনি বিতর্কিত পরিচালক সনোজ মিশ্রের ‘দ্য ডায়েরি অব মনিপুর’ সিনেমায় কাজ করেছেন। এবার তিনি মালয়ালম সিনেমার জগতে প্রবেশ করতে প্রস্তুত।
সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে মোনালিসা জানিয়েছেন, তিনি অভিনয় করবেন ‘নাগাম্মা’ নামের একটি মালয়ালম সিনেমায়। তাঁর বিপরীতে থাকবেন মালয়ালি অভিনেতা কৈলাস। চলতি বছরের সেপ্টেম্বরেই শুরু হবে এই সিনেমার শুটিং।
এর আগে মহাকুম্ভমেলায় তাঁর সৌন্দর্য নজর কেড়েছিল পরিচালকদেরও। শোনা যাচ্ছে, বলিউড থেকেও তিনি ডাক পেয়েছেন। এমনকি অভিনেত্রী কঙ্গনা রানাউতও মোনালিসার রূপে মুগ্ধ হয়েছিলেন। কঙ্গনা সামাজিক মাধ্যমে মোনালিসার একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, “নিজের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নেটপাড়ার আকর্ষণ হয়ে উঠেছেন মোনালিসা। তবে, তাঁর ছবি তোলার জন্য মানুষ যেভাবে তাঁকে হেনস্তা করছে, তা আমি মোটেই সমর্থন করি না।”
কঙ্গনা আরও বলেন, “রুপালি দুনিয়ায় কি আর ভারতীয় শ্যামলা সুন্দরীদের প্রতিনিধিত্ব কেউ করে? একসময় অনু অগ্রবাল, কাজল, বিপাশা বসু, রানি মুখার্জি, এমনকি দীপিকা পাড়ুকোনকে মানুষ যেমন ভালোবাসা দিয়েছে, ঠিক তেমনি কি এই প্রজন্মে হচ্ছে?”
মোনালিসার এই নতুন পথচলা তাঁর ভক্তদের মধ্যে উৎসাহের সঞ্চার করেছে। মালয়ালম সিনেমার জগতে তাঁর এই নতুন অধ্যায় কেমন ফল বয়ে আনে, সেটাই এখন দেখার বিষয়।