Friday, August 29, 2025

দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরার সঙ্গে বাগদান সারলেন মার্কিন র‍্যাপার ফ্রেঞ্চ মনটানা

আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের কন্যা শেখা মাহরা মোহাম্মদ রাশেদ আল মাকতুম। এবার তিনি বাগদান সারলেন মার্কিন র‍্যাপার ও গায়ক ফ্রেঞ্চ মনটানার সঙ্গে। বুধবার (২৭ আগস্ট) মার্কিন বিনোদনভিত্তিক ওয়েবসাইট টিএমজেডকে এ তথ্য নিশ্চিত করেন মনটানার এক প্রতিনিধি। খবরটি প্রকাশ করেছে এনডিটিভি।

রাজপরিবারের সদস্য হয়েও শেখা মাহরা বরাবরই নিজের স্বাধীনচেতা জীবনযাপনের জন্য পরিচিত। গত বছর নিজের প্রথম বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়ে সাড়া ফেলেছিলেন তিনি। আর এবার নতুন করে সংসার শুরু করতে যাচ্ছেন মরক্কো বংশোদ্ভূত এই মার্কিন র‍্যাপারের সঙ্গে।

প্রেম, প্রস্তাব ও বাগদান

খবরে জানা যায়, চলতি বছরের জুনে প্যারিস ফ্যাশন উইকে শেখা মাহরাকে বিয়ের প্রস্তাব দেন ৪০ বছর বয়সী ফ্রেঞ্চ মনটানা। তারও আগে ২০২৪ সালের শেষ দিকে তাদের একসঙ্গে ঘোরাঘুরির ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। দুবাই ও মরক্কোয় একসঙ্গে সময় কাটানো, রেস্তোরাঁয় ডিনার, মসজিদ পরিদর্শন এবং প্যারিসের পন্ট দেস আর্টস ব্রিজে হাঁটার ছবি ও ভিডিও ভাইরাল হয়। বিশেষ করে প্যারিসের ফ্যাশন ইভেন্টে দুজনকে হাত ধরাধরি করে দেখা গেলে তাদের সম্পর্কের বিষয়টি আরও স্পষ্ট হয়।

অতীত সম্পর্ক ও বিবাহবিচ্ছেদ

এর আগে, ২০২৩ সালের মে মাসে শেখা মাহরার বিয়ে হয়েছিল রাজপরিবারেরই আরেক সদস্য শেখ মানার বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমের সঙ্গে। এই দম্পতির কন্যাসন্তান জন্ম নেয় ২০২৪ সালের মে মাসে। তবে মেয়ের বয়স দুই মাস না পেরোতেই মাহরা তার স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে তিন তালাকে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লেখেন— “প্রিয় স্বামী, আপনি যখন অন্য সঙ্গীদের নিয়ে ব্যস্ত, আমি আমাদের বিবাহবিচ্ছেদ ঘোষণা করছি। আমি আপনাকে তালাক দিচ্ছি, আমি আপনাকে তালাক দিচ্ছি এবং আমি আপনাকে তালাক দিচ্ছি। সাবধান থাকবেন। তোমার সাবেক স্ত্রী।”

ব্যক্তিজীবন ও ক্যারিয়ার

দুবাইয়ের প্রাইভেট স্কুলে পড়াশোনা শেষ করে মাহরা যুক্তরাজ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিগ্রি অর্জন করেন। ব্যবসার পাশাপাশি তিনি সামাজিক ও মানবিক কার্যক্রমে যুক্ত রয়েছেন। নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছেন। ২০২৪ সালে বিবাহবিচ্ছেদের মাত্র দুই মাসের মধ্যেই নিজের ফ্যাশন ব্র্যান্ড ‘Mahra M1’ প্রতিষ্ঠা করেন এবং ব্র্যান্ডের প্রথম পণ্য হিসেবে বাজারে আনেন ‘DIVORCE’ নামে একটি পারফিউম, যার দাম প্রায় ২৭২ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ হাজার টাকা)। এই সাহসী নামকরণও তার ব্যক্তিগত জীবনের প্রতিবাদ হিসেবেই দেখা হয়েছে।

ফ্রেঞ্চ মনটানা কে?

ফ্রেঞ্চ মনটানার প্রকৃত নাম কারিম খারবুচ। তিনি ১৯৮৪ সালের ৯ নভেম্বর জন্মগ্রহণ করেন মরক্কোয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়ে উঠেন জনপ্রিয় গায়ক ও র‍্যাপার। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘Unforgettable’ ও ‘No Stylist’। সংগীতের পাশাপাশি দাতব্য কাজেও তার সুনাম রয়েছে—বিশেষ করে উগান্ডা ও উত্তর আফ্রিকায় স্বাস্থ্য ও শিক্ষাসংক্রান্ত প্রকল্পে তিনি অর্থায়ন করেছেন।

২০০৭ সালে ডিজাইনার নাদিন খারবুচকে বিয়ে করেছিলেন মনটানা, তবে সেই সম্পর্কের ইতি ঘটে ২০১৪ সালে। এই দম্পতির একটি ছেলে রয়েছে—তার নাম ক্রুজ খারবুচ, বয়স বর্তমানে ১৬ বছর।

এখন সবার নজর রাজকন্যার নতুন অধ্যায়ের দিকে

শেখা মাহরা ও ফ্রেঞ্চ মনটানার এই বাগদানকে ঘিরে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে। রাজপরিবারের প্রথা ভেঙে নিজের পথ বেছে নেওয়া মাহরার এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন নারীর আত্মপ্রকাশের এক দৃষ্টান্ত হিসেবে। এখন দেখার বিষয়, কবে তারা আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন।


Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.