‘সোল সাফার’ নামের একটি পডকাস্টে অংশ নিয়ে করণ জোহর জানিয়েছেন, তিনি একাকিত্ব এবং মানসিক সমস্যা মোকাবেলা করতে ‘রিটেইল থেরাপি’র আশ্রয় নেন। তিনি বলেন, “আমি আনন্দের খোঁজ করছি, কিন্তু সেটা আমার সাফল্য থেকে আসছে না। এটা হাস্যকর শোনালেও, দীর্ঘ সময় ধরে আমি বিশ্বাস করতাম কেনাকাটা আমার জন্য এক ধরনের থেরাপি। আমি বারবার জিনিসপত্র কিনতাম। আমার মনের গভীর দুঃখ বা একাকিত্ব ঢাকতে চাইতাম অপ্রয়োজনীয় জিনিস দিয়ে। পরে বুঝলাম, এটা এক ধরনের রোগ। আমি অনুভূতির জায়গা পূরণ করছিলাম বস্তুগত জিনিস দিয়ে। কিন্তু এটা কোনো সমাধান নয়।”
করণের এই সৎ ও সাহসী স্বীকারোক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেক নেটিজেন তার এই মানসিক স্বাস্থ্য বিষয়ে খোলামেলা কথা বলার জন্য সম্মান জানিয়েছেন। ক্লিভল্যান্ড ক্লিনিকের এক প্রতিবেদন অনুযায়ী, ‘রিটেইল থেরাপি’ বলতে এমন কেনাকাটাকে বোঝায়, যা মেজাজ ভালো করতে বা কঠিন আবেগ এড়াতে সাহায্য করে। এতে সাধারণত গহনা, জুতা বা ইলেকট্রনিক সামগ্রীর মতো অপ্রয়োজনীয় জিনিস কেনা হয়।
করণ জোহরের এই প্রকাশ্য স্বীকারোক্তি মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনার গুরুত্ব তুলে ধরেছে এবং অনেককে নিজের অনুভূতির মুখোমুখি হওয়ার সাহস জুগিয়েছে।