গুজব রয়েছে যে, কারিনা কৈশোরে, মাত্র ১৪ বছর বয়সে নাকি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। এই ঘটনার সঙ্গে জড়িয়ে উঠেছিল অভিনেতা হৃতিক রোশনের নাম, যার সঙ্গে কারিনার বিশেষ সম্পর্কের কথা অনেকেরই জানা। ঘটনাটি ঘটেছিল বলে দাবি করা হয় দেরাদুনের ওয়েলহাম গার্লস স্কুলে, যেখানে কারিনা নবম শ্রেণিতে পড়ার সময় দীর্ঘদিন ছিলেন।
কারিনা ১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা রণধীর কাপুর ও মা ববিতার সম্পর্ক ভালো ছিল না। কাপুর পরিবারের নিয়ম অনুযায়ী, বিয়ের পর বউদের ইন্ডাস্ট্রিতে কাজ করার উপর নিষেধাজ্ঞা ছিল, যা ববিতা মানতে পারেননি। ফলে তিনি কারিনা ও তাঁর বড় বোন কারিশমাকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন। কারিনাকে প্রথমে মুম্বাইয়ের যমুনাবাই নার্সি স্কুলে ভর্তি করা হয়, এবং পরে তিনি দেরাদুনের ওয়েলহাম গার্লস স্কুলে পড়াশোনা করতে যান।
এই সময়ে নাকি ঘটে যায় ওই বিতর্কিত ঘটনা। গুজব অনুযায়ী, কারিনা নবম শ্রেণিতে পড়ার সময় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন, এবং সন্তানের বাবা হিসেবে হৃতিক রোশনের নাম উঠে আসে। যদিও এই ঘটনার কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি, এবং এটি নিছক গুজব নাকি সত্যিই এমন কিছু ঘটেছিল, তা আজও ধোঁয়াশায় ঢাকা। কারিনা নিজেও এ বিষয়ে কখনো মুখ খোলেননি।
এই রটনা সত্ত্বেও কারিনা কাপুর খান বলিউডে তাঁর অভিনয় দিয়ে নিজের অবস্থান অটুট রেখেছেন। তবে এই গুজব তাঁর জীবনের একটি বিতর্কিত অধ্যায় হিসেবে আলোচিত হয়ে আসছে।