এই ফটোশুটে নিরব ও ইভা বিভিন্ন কাটিং প্যাটার্নের পোশাকে মুগ্ধকর পোজ দিয়েছেন। ফটোশুটটির নির্দেশনা দিয়েছেন প্রখ্যাত ফ্যাশন কোরিওগ্রাফার ইমু হাশমি। মেকআপের দায়িত্বে ছিলেন ফ্যাশন অঙ্গনের প্রশংসিত নাম সাজ্জাদ হোসেন পিয়াস।
নিরব বলেন, “সিনেমার বাইরে আমি নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের ফটোশুটই করি। তবে বাইফা ম্যাগাজিনের প্রস্তাব পেয়ে না করতে পারিনি। বাইফা অ্যাওয়ার্ড আমাদের দেশের শিল্পী ও সিনেমাপ্রেমীদের কাছে সম্মানের প্রতীক। তাদের এই নতুন উদ্যোগের অংশ হতে পেরে দারুণ লাগছে।”
ইভা চৌধুরীর প্রশংসা করে নিরব বলেন, “ইভা নতুন হলেও বেশ সাবলীল। ডিরেকশন দ্রুত ফলো করতে পারে। ফটোশুটটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ইভা যদি মন দিয়ে কাজ করে, তাহলে শোবিজে ভালো অবস্থানে চলে আসবে।”
ফটোশুটে অংশ নিয়ে উচ্ছ্বসিত ইভা চৌধুরী বলেন, “শোবিজের প্রতি তীব্র ভালোবাসা থেকেই মডেলিংয়ে এসেছি। ক্যারিয়ারের শুরুতেই ভাসাভির মতো জনপ্রিয় ব্র্যান্ডের মডেল হওয়া, নিরব ভাইয়ার সঙ্গে কাজ করা, ইমু হাশমি ভাইয়ার নির্দেশনায় কাজ করা এবং বাইফা ম্যাগাজিনে জায়গা পাওয়া—সবকিছুই যেন স্বপ্নের মতো। নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হচ্ছে। ভালো প্রস্তাব পেলে অভিনয়েও নিয়মিত হতে চাই। সবাই দোয়া করবেন, যেন ভালো কাজ দিয়ে সবার মন জয় করতে পারি।”