গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘কুলি’ সিনেমার নির্মাণ বাজেট ৩৫০ কোটি রুপি, প্রিন্ট ও প্রচারণার জন্য অতিরিক্ত ২৫ কোটি রুপি বরাদ্দসহ মোট বাজেট দাঁড়িয়েছে ৩৭৫ কোটি রুপি। এই বিশাল বাজেটের পাশাপাশি সিনেমাটির তারকাদের পারিশ্রমিকও আলোচনার শীর্ষে। রজনীকান্ত এই সিনেমার জন্য ১৫০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে, যদিও টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই অঙ্ক ২৮০ কোটি রুপি। পরিচালক লোকেশ কানাগরাজ পেয়েছেন ৫০ কোটি রুপি। এছাড়া, নাগার্জুন আক্কিনেনি পেয়েছেন ২৪ কোটি রুপি, এবং আমির খান ১৫ মিনিটের একটি পাওয়ার-প্যাকড ক্যামিওর জন্য ২৫-৩০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। অভিনেত্রী পূজা হেগড়ে গানে বিশেষ উপস্থিতির জন্য পেয়েছেন ২ কোটি রুপি। তবে শ্রুতি হাসান, সত্যরাজ এবং উপেন্দ্রর পারিশ্রমিকের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
‘কুলি’ সিনেমাটি রজনীকান্তের কেন্দ্রীয় চরিত্রের পাশাপাশি তার অভিনব কাস্টিংয়ের জন্যও ব্যাপক আলোচিত। এটি রজনীকান্তের জন্য বিশেষ কারণেও গুরুত্বপূর্ণ—তিনি প্রথমবারের মতো পরিচালক লোকেশ কানাগরাজের সঙ্গে কাজ করছেন। সিনেমার প্লট এখনো গোপন রাখা হলেও, টিজারে রজনীকান্তের দাপুটে উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে।
এক সাক্ষাৎকারে লোকেশ কানাগরাজ বলেন, “আমি সিনেমা বানাই দর্শকদের ১৫০-১৯০ রুপির টিকিটের মূল্যকে টার্গেট করে। দর্শকদের সন্তুষ্টিই আমার লক্ষ্য। আমি হাজার কোটির দিকে তাকাই না।” তিনি আরও বলেন, “আমি জানি না সিনেমাটি হাজার কোটি ছুঁবে কিনা। তবে একটা সংখ্যা আমি নিশ্চিত করতে পারি—প্রতিটি দর্শকের ১৫০ রুপির খরচ বৃথা যাবে না।”
‘কুলি’ তামিল, তেলুগু এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে। সান পিকচার্স প্রযোজিত এই সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্র। রজনীকান্তের ভক্তরা এই সিনেমার জন্য ইতিমধ্যেই উদগ্রীব হয়ে রয়েছেন।