‘ইয়েস বস’ সিনেমার শুটিংয়ের সময় শাহরুখের নজরে আসে এই বাড়ি। তখনই তিনি ঠিক করেন, একদিন এটি কিনবেন। ২০০১ সালে শাহরুখ ও তার স্ত্রী গৌরী খান এটি কিনে নেন এবং নাম দেন ‘মান্নাত’। তবে কেনার সময় শাহরুখের আর্থিক অবস্থা ছিল সংকটময়। পর্যাপ্ত অর্থ না থাকায় তিনি এক প্রযোজকের কাছ থেকে আগাম টাকা ধার করে ১৩.২৩ কোটি রুপিতে বাংলোটি কিনেছিলেন। আজ সেই ‘মান্নাত’-এর বাজারমূল্য প্রায় ৩০০ কোটি রুপি, যা ক্রয়মূল্যের চেয়ে ২২ গুণ বেশি!
শাহরুখ এক সাক্ষাৎকারে বলেন, “এই বাড়ি আমি কখনোই বিক্রি করব না।” ১৯১৪ সালে নরিম্যান কে দুবাস এই বাড়ি তৈরি করেছিলেন ‘ভিলা ভিয়েনা’ নামে। পরে এটি ‘জান্নাত’ নামে পরিচিত হয়। শাহরুখ-গৌরী কেনার পর এটি ‘মান্নাত’ নাম পায়। কেনার সময় বাড়িটির অবস্থা ছিল জরাজীর্ণ। সংস্কারের জন্য একজন ডিজাইনারের সঙ্গে যোগাযোগ করা হলেও, তাদের চাওয়া খরচ শাহরুখ ও গৌরীর সাধ্যের বাইরে ছিল। ফলে গৌরী নিজেই সময় নিয়ে বাড়িটি পছন্দমতো সাজান।
বর্তমানে ছয়তলা এই বিলাসবহুল বাংলোয় রয়েছে ব্যক্তিগত সিনেমাহল, একাধিক শয়নকক্ষ, বাগান, কোয়ার্টার এবং ঐতিহ্যবাহী নানান সামগ্রী। ‘মান্নাত’ এখন শুধু শাহরুখের বাড়ি নয়, বরং বলিউডের একটি আইকনিক ল্যান্ডমার্ক।