এই সিনেমা হলো সুভাষ ঘাই পরিচালিত ‘তাল’। ২৬ বছর আগে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা বক্স অফিসে ব্যাপক সাফল্য লাভ করেছিল। ‘তাল’-এ অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন, অনিল কাপুর, অক্ষয় খান্না এবং অলোক নাথের মতো তারকারা। সিনেমাটির গানগুলো আজও দর্শকদের কাছে সমান জনপ্রিয়।
আইএমডিবি অনুসারে, ‘তাল’ সিনেমার পরিচালক ও প্রযোজক সুভাষ ঘাই প্রথমে অনিল কাপুরের চরিত্রটি আমির খানকে অফার করেছিলেন। আমির খান স্ক্রিপ্ট পছন্দ না করায় প্রস্তাব ফিরিয়ে দেন। এরপর চরিত্রটির জন্য গোবিন্দের কাছে প্রস্তাব যায়। তখন গোবিন্দ ‘হাসিনা মান জায়েগি’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন। শেষ পর্যন্ত পরিচালক এই চরিত্রটি অনিল কাপুরকে দেন, এবং তিনি তা গ্রহণ করেন।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ১৫ কোটি টাকা বাজেটে নির্মিত ‘তাল’ বিশ্বব্যাপী বক্স অফিসে ৫০.০৭ কোটি টাকা আয় করেছিল। ফলে সিনেমাটি সেই সময়ে ব্যাপকভাবে হিট হয়েছিল বলে ধরা হয়।