ভারতের প্রতিনিধিত্ব করেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তিনি। ২০২১ সালের কমেডি-ড্রামা সিনেমা মিমি-তে একজন সারোগেট মায়ের চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছিলেন কৃতি।
তালিকায় পাকিস্তানের হয়ে তৃতীয় স্থানে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। কৃতির ঠিক আগেই অবস্থান তার।
কাজের ক্ষেত্রে বর্তমানে কৃতি শ্যানন নিজের অভিনয় দক্ষতা দিয়ে আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোনের মতো তারকাদের কড়া প্রতিযোগিতায় ফেলেছেন। শিগগিরই তাকে ধনুশের সঙ্গে তেরে ইশক মে ছবিতে দেখা যাবে, যা পরিচালনা করছেন আনন্দ এল রাই—যিনি রাঁঝানা ছবির নির্মাতা হিসেবেও পরিচিত।