জনি হকের লেখা গানটিতে আনিসার সঙ্গে কণ্ঠ মেলান অয়ন চাকলাদার। এবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে সংগীত সফরে যাচ্ছেন এই সেরাকণ্ঠখ্যাত শিল্পী। সফরে তিনি আমেরিকার বিভিন্ন রাজ্যে ১৪টি অনুষ্ঠানে গান পরিবেশন করবেন, যদিও অনুষ্ঠান সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।
প্রথমবার যুক্তরাষ্ট্র সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আতিয়া আনিসা বলেন, “নিজের গান নিয়ে প্রথমবার আমেরিকা যাচ্ছি। ক্যারিয়ারের শুরু থেকেই স্বপ্ন ছিল নিজের গান নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানো এবং দেশের সংগীতকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা। সেই স্বপ্নের একটি অংশ পূরণ হতে যাচ্ছে।”
তিনি জানান, এটি তার প্রথম যুক্তরাষ্ট্র ভ্রমণ হলেও গান নিয়ে এটি চতুর্থ আন্তর্জাতিক সফর। এর আগে তিনি ব্যাংকক, ভারত ও অস্ট্রেলিয়ায় সংগীত পরিবেশন করেছেন।
কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন আনিসা। সফর শেষে আগামী ২৯ অক্টোবর দেশে ফেরার কথা থাকলেও, শো বাড়লে ফেরার তারিখ আরও পিছিয়ে যেতে পারে।