বলিউড তারকা আলিয়া ভাটের সাংবাদিকদের প্রতি ক্ষোভ নতুন নয়। সাধারণত নম্র স্বভাবের হলেও, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঘটনায় তিনি আগেও ক্ষোভ প্রকাশ করেছেন। ২০২৩ সালে নিজের বাড়িতে লেন্সবন্দি হওয়ার পর থেকেই একাধিকবার সাংবাদিকদের বাড়াবাড়িতে অসন্তোষ জানিয়েছিলেন এ অভিনেত্রী। তবে এবার দেখা গেল তাকে একেবারেই ভিন্ন রূপে—রাগে ফুঁসে উঠলেন সাংবাদিকদের আচরণে।
সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি পিকলবল খেলে বাড়ি ফিরছিলেন আলিয়া ভাট। ঠিক সেই সময় সাংবাদিকরা তার পিছু ধাওয়া করে আবাসনের ভেতরে ঢুকে পড়েন। এমনকি বাড়ির প্রবেশদ্বারে গিয়ে তাকে আটকে দেন। এ ঘটনায় মেজাজ হারিয়ে ফেলেন অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, সাংবাদিকদের উদ্দেশে আলিয়া স্পষ্ট ভাষায় বলেন, “গেটের ভেতরে ঢুকবে না একদম। এটা তোমাদের আবাসন নয়, দয়া করে বাইরে যাও। এখান থেকে বের হও। তোমরা এখানে ঢুকতে পারবে না।”
তবে তার বারবার অনুরোধ সত্ত্বেও সাংবাদিকরা ছবি তোলা বন্ধ করেননি। এতে বিরক্ত হয়ে আলিয়া আরও বলেন, “আপনারা এখনো কথা শুনছেন না। বাহ, ধন্যবাদ।”
আলিয়ার এই কঠোর প্রতিক্রিয়ার ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেক নেটিজেন তার এমন অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন।