গত ২ আগস্ট রাতে প্রকাশিত হয়েছে ‘কুলি’র ৩ মিনিট ২ সেকেন্ডের ট্রেলার। অ্যাকশন, থ্রিলার এবং তারকাবহুল উপস্থিতির মিশেলে নির্মিত এই ট্রেলার শুরু হয় একটি মনোলগ দিয়ে: ‘কারও জন্ম হলে, তার মৃত্যুও তখনই লেখা হয়ে যায় হাতের রেখায়।’ এই একটি লাইনেই তৈরি হয় রহস্য ও উত্তেজনার আবহ।
সিনেমার গল্প এগিয়েছে স্বর্ণ পাচারের প্রেক্ষাপটে। ট্রেলারে দেখা যায়, এক ব্যক্তি ১৪ হাজার কুলির ভিড়ে খুঁজছে একজন নির্দিষ্ট কুলিকে। এরপরই অনিরুদ্ধ রবিচন্দ্রনের সুরের সঙ্গে স্ক্রিনে আবির্ভূত হন রজনীকান্ত। একসময়ের ভয়ংকর স্বর্ণ পাচারকারী হিসেবে তিনি ফিরে আসছেন হারানো গৌরব পুনরুদ্ধারের জন্য।
ট্রেলারে অল্প সময়ের জন্য দেখা মিলেছে বলিউড সুপারস্টার আমির খানের। এছাড়া দক্ষিণের তারকা নাগার্জুনা ও সত্যরাজেরও একঝলক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন উপেন্দ্র, শ্রুতি হাসান প্রমুখ।
রজনীকান্তের ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো। এক্স-এ একজন ভক্ত লিখেছেন, ‘রজনীকান্ত বোঝালেন, তিনিই এখনো রাজা! এই বয়সেও এমন স্ক্রিন প্রেজেন্স!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘লোকেশ ও রজনীকান্তের জুটি মানেই বিস্ফোরণ। ট্রেলার সেটাই প্রমাণ করল।’
প্রায় ৩৫০ কোটি রুপি বাজেটের এই মেগা প্রজেক্টের শুটিং শুরু হয়েছিল ২০২৩ সালের ৫ জুলাই এবং শেষ হয় ২০২৪ সালের ১৭ মার্চ। সিনেমাটি আগামী ১৪ আগস্ট বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।