প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, ২০২৩ সালের আগস্টে ‘ডন ৩’র শুটিং শুরু হবে। কিন্তু পরিচালক ফারহান আখতারের ‘১২০ বাহাদুর’ সিনেমার শুটিংয়ে ব্যস্ততার কারণে তা স্থগিত হয়ে যায়। এরপর নতুন সময়সূচি অনুযায়ী ২০২৫ সালের মে-জুন মাসে শুটিং শুরুর কথা ছিল। কিন্তু সাম্প্রতিক খবরে জানা গেছে, এই সময়সূচিও পিছিয়ে গেছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘ডন ৩’র শুটিং এখন ২০২৬ সালের জানুয়ারি থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি কিছু মহল থেকে দাবি করা হচ্ছে, সিনেমাটি পুরোপুরি বাতিলও হতে পারে।
একটি বক্স অফিস ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, খলনায়কের ভূমিকায় থাকা বিক্রান্ত মেসি সিনেমাটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তিনি চরিত্রটিতে গভীরতার অভাব অনুভব করেছেন। তাঁর এই প্রস্থানকে শুটিং পিছানোর অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এছাড়া, ফারহান আখতারের ‘১২০ বাহাদুর’ সিনেমার মুক্তি এবং রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’র শুটিং সম্পন্ন করার অগ্রাধিকারও ‘ডন ৩’র বিলম্বের কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।
এর আগে ‘ডন ৩’ থেকে সরে গিয়েছেন কিয়ারা আদভানি, যিনি সম্প্রতি মা হয়েছেন। তাঁর জায়গায় কৃতি শ্যাননের নাম উঠলেও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। রণবীর সিং এবং কৃতি শ্যানন এখনো এই গুঞ্জন নিয়ে কোনো মন্তব্য করেননি।
এদিকে, ‘ধুরন্ধর’ সিনেমাটি অ্যাকশন-থ্রিলার ঘরানার হলেও এর শুটিং প্রায় শেষের দিকে। রণবীর সিং ছাড়াও এতে অভিনয় করছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খান্না ও অর্জুন রামপাল। সিনেমাটির মুক্তি নিয়ে দর্শকদের প্রত্যাশা আকাশচুম্বী। তবে ‘ডন ৩’র ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ভক্তদের মাঝে হতাশা তৈরি করেছে।