সম্প্রতি অভিনেত্রী তন্বী লাহা রায় জন্মদিন উপলক্ষে বিদেশে ছুটি কাটাতে গিয়ে লাল বিকিনিতে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। এই ছবি নিয়েও আলোচনার ঝড় উঠেছে। একজন মন্তব্য করেছেন, ‘কেন এমন পোশাক পরেন?’ তবে তন্বী এবার চুপ থাকেননি, উগরে দিয়েছেন জমে থাকা বিরক্তি।
বর্তমানে তন্বীকে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে দেখা যাচ্ছে। এর আগে বেশ কিছু ধারাবাহিকে তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। খোলামেলা পোশাক নিয়ে সমালোচনার জবাবে তন্বী লিখেছেন, ‘আমি এখন যে দেশে আছি, সেখানে বিকিনি পরা খুবই স্বাভাবিক। মোটা, রোগা–নির্বিশেষে সবাই এই পোশাক পরেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, আমরা যেখানে বাস করি, সেখানে বিকিনি বা মনোকিনি পরা নিয়ে প্রতিনিয়ত হেনস্তা হতে হয়। তবু আমাদের আত্মবিশ্বাসী হতে হবে। এই ভাবনা থেকেই আমি এই পোশাকে নিজেকে সাজিয়েছি।’
নেতিবাচক মন্তব্য উপেক্ষা করে নিজের মতো করে বাঁচার বার্তা দিয়েছেন তন্বী লাহা রায়, যা অনেকের কাছে প্রশংসার দাবিদার।