২০১৫ সালের অক্টোবরে শুরু হয়েছিল ‘ধূমকেতু’ সিনেমার শুটিং। মুক্তির কথা থাকলেও নানা জটিলতায় আটকে যায় এই ছবি। তবে, বাংলার দর্শকদের উৎসাহে কোনো কমতি হয়নি। দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরছেন দেব ও শুভশ্রী, যা নিয়ে উচ্ছ্বাসে মেতেছেন অনুরাগীরা।
মুক্তির আগে গতকাল, বুধবার (১৩ আগস্ট), নৈহাটির জাগ্রত দেবী বড়মার মন্দিরে আশীর্বাদ নিতে যান এই তারকা জুটি। তাদের একসঙ্গে দেখা যাবে কিনা, তা নিয়ে সামাজিক মাধ্যমে চলছিল নানা জল্পনা। কেউ ভেবেছিলেন তারা আলাদা যাবেন, আবার কেউ আশায় ছিলেন তাদের একসঙ্গে দেখার। সব জল্পনার অবসান ঘটিয়ে দেব ও শুভশ্রী একসঙ্গে মন্দিরে হাজির হন। লাল পাঞ্জাবি ও লাল শাড়িতে সেজে, পাশাপাশি বসে মায়ের পূজা দেন তারা। এ সময় তাদের সঙ্গে ছিলেন সিনেমার পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত।
সামাজিক মাধ্যমে দেব ও শুভশ্রী নিজেদের পূজা ও বাতি জ্বালানোর মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে তাদের সাবলীলভাবে হেসে কথা বলতে দেখা যায়। এমনকি মন্দিরের ছাদে উঠে ভক্তদের সঙ্গে দেখা করেন তারা। অসংখ্য অনুরাগী মন্দিরের সামনে ভিড় জমান তাদের দেখতে। দেব ও শুভশ্রী হাত ধরে ছাদের প্রান্তে দাঁড়ান, যা দর্শকদের মুগ্ধ করে।
এরপর আরও এক চমক। ভিড়ের মধ্যে দিয়ে শুভশ্রীকে আগলে গাড়িতে তুলে দেন দেব, এবং নিজেও সেই গাড়িতে ওঠেন। এই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এক নেটিজেন লিখেছেন, “এই জুটিকে দেখলে মন ভরে যায়।” আরেকজনের মন্তব্য, “দুজনেই ভীষণ সুইট।”
‘ধূমকেতু’ সিনেমা নিয়ে দর্শকদের উৎসাহ তুঙ্গে। দেব-শুভশ্রীর এই প্রত্যাবর্তন বাংলা সিনেমার জন্য একটি উল্লেখযোগ্য মুহূর্ত হতে চলেছে।