চঞ্চল চৌধুরী ও আফরান নিশোর মতো দুই প্রতিভাবান অভিনেতাকে নিয়ে নতুন চলচ্চিত্র ‘দম’ নির্মাণ করছেন খ্যাতিমান পরিচালক রেদওয়ান রনি। আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে এই সিনেমার কাজ। ২০২৩ সালের ডিসেম্বরে সিনেমাটির ঘোষণা এলেও তখন শুধু চঞ্চল চৌধুরীর নাম প্রকাশিত হয়। পরবর্তীতে এতে যুক্ত হন আফরান নিশো।
গল্পের প্রয়োজনে সিনেমাটির শুটিং হবে বাংলাদেশের পাশাপাশি সৌদি আরব, জর্দান ও কাজাখস্তানের বিভিন্ন লোকেশনে। তবে সিনেমার নায়িকা কে হবেন, তা নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শুটিংয়ের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, নায়িকা হিসেবে পূজা চেরির সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের কথাবার্তা প্রায় চূড়ান্ত। তবে পরিচালক রেদওয়ান রনি এ বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন।
তিনি বলেন, “‘দম’ সিনেমার নায়িকা এখনও চূড়ান্ত হয়নি। আমরা অডিশনের মাধ্যমে নায়িকা নির্বাচন করব। এই মুহূর্তে নায়িকা নির্বাচনের চেয়ে গল্প ও শুটিং লোকেশনের বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। তাই লোকেশন নির্বাচনই এখন আমাদের মূল ফোকাস।”
‘দম’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ, আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি। এটি রেদওয়ান রনির তৃতীয় চলচ্চিত্র। তার প্রথম ছবি ‘চোরাবালি’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল, এবং পরবর্তীতে তিনি নির্মাণ করেন ‘আইসক্রিম’।
সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই সিনেমা একজন সাধারণ মানুষের অসাধারণ লড়াইয়ের গল্প বলবে। চঞ্চল ও নিশোর অভিনয়ে মুগ্ধতা ছড়ানোর প্রত্যাশা নিয়ে দর্শকরা অপেক্ষায় রয়েছেন।