গোলাপি ও জাম রঙঘেঁষা শাড়িতে নজর কাড়লেন টালিউড অভিনেত্রী পাওলি দাম। সম্প্রতি শহরের এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হলো আনন্দবাজার ডটকম আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘বছরের বেস্ট ২০২৫’। এই সন্ধ্যায় সঞ্চালিকার ভূমিকায় ছিলেন পাওলি নিজেই। মঞ্চে ছিলেন আর এক খ্যাতনামা অভিনেত্রী পদ্মাপাড়ের জয়া আহসান।
‘কণ্ঠ’ সিনেমার পর এই প্রথম একসঙ্গে প্রকাশ্যে এলেন পাওলি ও জয়া। দীর্ঘদিন পর দেখা হওয়ায় মঞ্চেই মজে গেল ঘরোয়া আলাপে। পাওলির শাড়ির রঙে মুগ্ধ জয়া বলেন, “কি দারুণ রঙ! এই রঙে কখনও ভাবিইনি, একবার আমাকে এই রঙের শাড়ি পরতেই হবে।”
সন্ধ্যার আড্ডা শুধুই দুই নায়িকায় থেমে থাকেনি। পাশে দাঁড়িয়ে সেই মধুর মুহূর্তের সাক্ষী ছিলেন অভিনেত্রী দর্শনা বণিক। গল্পে মিশে গেলেন তিনজনে। পরে দর্শনা, পাওলির সঙ্গে ছবি তুলতেও ভোলেননি।
চকচকে এই সন্ধ্যায় ছিলেন আরও অনেকে — কোয়েল মল্লিক, বিবৃতি চট্টোপাধ্যায়, তৃণা সাহা, ইধিকা পাল প্রমুখ। ‘নায়িকাদের মধ্যে বন্ধুত্ব নেই’ — এই প্রচলিত ধারণা যে একেবারে ভুল, তা প্রমাণ করে দিল এই সন্ধ্যা।
তৃণা, দর্শনা ও বিবৃতি একসঙ্গে ছবি তুললেন, গল্প করলেন। দর্শনা ও বিবৃতিকে দেখা যাবে দুর্গাপূজার মুক্তিপ্রাপ্ত ছবি ‘দেবী চৌধুরানী’-তে। তৃণা ও বিবৃতির মধ্যে গভীর বন্ধুত্বের রসায়নও নজরে এলো সবার।
অন্যদিকে, একেবারে আলাদা লুকে হাজির হয়েছিলেন ইধিকা পাল। তার ব্লাউজের ডিজাইন নিয়ে জোর আলোচনা চলল উপস্থিত মহলে।
আলো, ক্যামেরা, ফটোশুট, সেলফি আর আনন্দের মাঝেই জমজমাট হয়ে উঠল ‘বছরের বেস্ট ২০২৫’-এর সন্ধ্যা। সারা কক্ষ জুড়ে নায়িকাদের হেসে ওঠা আর প্রাণবন্ত আড্ডায় মুখর হয়ে উঠল শহরের এই বিশেষ সন্ধ্যা।