বিদ্যা বালান বলেন, ‘‘একবার ঘনিষ্ঠ দৃশ্যের আগে আমার সহ-অভিনেতা চীনা খাবার খেয়ে এসেছিলেন। তার নিঃশ্বাসে এমন গন্ধ ছিল যে, আমি আঁতকে উঠেছিলাম। তার ওপর দাঁতও মাজেননি! মনে মনে বলছিলাম— বাস্তবে কি তার কোনো প্রেমিকা নেই?’’ তিনি আরও বলেন, ‘‘আমি তখন ইন্ডাস্ট্রিতে নতুন, তাই তার মুখে মিন্ট জাতীয় কিছু দেওয়ার সাহসও পাইনি।’’
তবে সব অভিজ্ঞতা এমন নয় বলেও জানান তিনি। ‘পরিণীতা’ সিনেমার একটি ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের সময় সঞ্জয় দত্তের ইতিবাচক ও সৌজন্যমূলক আচরণ তাকে মুগ্ধ করেছিল। বিদ্যার ভাষায়, ‘‘সঞ্জয় দত্ত নিজেই আমার কাছে এসে বলেন, তিনি খুব নার্ভাস বোধ করছেন। কীভাবে ঘনিষ্ঠ হবেন বুঝতে পারছেন না। আমি অবাক হয়ে গিয়েছিলাম— এত বড় একজন অভিনেতা এমন কথা বলছেন!’’
নিজের আত্মবিশ্বাস ও দৃষ্টিভঙ্গির ব্যাপারে বিদ্যা বলেন, ‘‘আমি আশাবাদী এবং নিজের ওপর ভীষণ আত্মবিশ্বাসী। অনেকেই বলেন, আমার ওজন কমানো উচিত। কিন্তু আমি কখনোই মনে করি না আমার মধ্যে কোনো ঘাটতি আছে। আমি যেমন, তেমনটাই ভালো।’’
বিদ্যার এই খোলামেলা স্বীকারোক্তি ও আত্মবিশ্বাসী মনোভাব ভক্তদের কাছে নতুন করে অনুপ্রেরণা হয়ে উঠেছে।