আসন্ন পূজায় মুক্তি পেতে যাচ্ছে মিমি অভিনীত নতুন সিনেমা ‘রক্তবীজ ২’। এই সিনেমার শুটিংয়ের সময় ধারণ করা বিকিনি পরিহিত কয়েকটি ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিগুলোতে দেখা যায়—নীল বিকিনি, খোলা ভেজা চুল, হাতে সোনালি ব্যান্ড পরে সৈকতের ধারে ভিন্ন ভঙ্গিতে পোজ দিচ্ছেন মিমি।
এই লুকে মিমিকে দেখে চমকে গেছেন অনেকেই। কেউ কেউ প্রশংসা করলেও বেশিরভাগ নেটিজেনই নেতিবাচক মন্তব্য করছেন। কেউ লিখেছেন, “এ কি সেই মিমি যিনি বোঝে না সে বোঝেনা-তে অভিনয় করে আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন?” আরেকজন মন্তব্য করেছেন, “মিমিকে শ্রদ্ধা করতাম, এখন সব বদলে গেল।” কেউ আবার বলিউডের কিয়ারা আদভানি বা দীপিকা পাড়ুকোনের সঙ্গে তুলনা টেনেছেন—তবে সমালোচনার সুরেই।
তবে এসব সমালোচনার মধ্যেও মিমির ভক্তরা তার আত্মবিশ্বাসী উপস্থাপন এবং চরিত্রের বৈচিত্র্য আনার প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছেন।
২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় মিমির। এরপর ‘বোঝে না সে বোঝেনা’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দুই বাংলার দর্শকপ্রিয়তা পান তিনি। রাজনীতিতেও সক্রিয় এই অভিনেত্রী অভিনয়ে ১৩ বছর কাটিয়ে ‘রক্তবীজ ২’–এর মাধ্যমে আবারও বড় পর্দায় নতুন রূপে হাজির হতে চলেছেন।
মিমির এই নতুন লুক প্রশংসা ও সমালোচনার উভয় স্রোতেই শিরোনাম দখল করে রেখেছে এখন।