সম্প্রতি এক সাক্ষাতকারে কাজল বলেন, ‘আমি আমার নিজের সিনেমা খুব একটা দেখি না। আমার ভীষণ খারাপ লাগে। আমি সিনেমা দেখি না। আমি পাঠক, পড়তে ভালোবাসি, তাই সিনেমা কম দেখি।’ এই মন্তব্যে তার ভক্তদের মধ্যে কৌতূহল ছড়িয়েছে। একজন সফল অভিনেত্রী হয়ে নিজের কাজ এড়িয়ে যাওয়ার বিষয়টি অনেকের কাছেই বিস্ময়কর মনে হয়েছে।
তবে যখন তাকে জিজ্ঞাসা করা হয়, কোন সিনেমাগুলো হলে আবারও দেখতে চান, তখন কাজল জানান—তিনি চান ‘কুছ কুছ হোতা হ্যায়’ ও ‘প্যায়ার তো হোনা হি থা’ সিনেমা দুটি যেন পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ তো ইতোমধ্যেই বারবার রিলিজ পেয়েছে, তাই সেই তালিকায় নেই।
এই দুটি ছবিই কাজলের ক্যারিয়ারের অন্যতম জনপ্রিয় ও সাফল্যমণ্ডিত সিনেমা। রোমান্স, বন্ধুত্ব ও সংবেদনশীল অভিনয়ের কারণে ছবিগুলো আজও দর্শকদের হৃদয়ে জায়গা করে আছে।
এছাড়া, কাজল অভিনয়ের পাশাপাশি নতুন একটি টক শোতে হাজির হচ্ছেন। শোটির নাম ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’, যেখানে তার সঙ্গে হোস্ট হিসেবে থাকবেন টুইঙ্কল খান্না। এই শোতে দুই অভিনেত্রী মিলে বলিউড সেলিব্রিটিদের সঙ্গে আলাপচারিতা ও মজার মুহূর্ত উপহার দেবেন দর্শকদের।
বলিউডে দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকা এই অভিনেত্রীর এমন খোলামেলা বক্তব্য আবারও প্রমাণ করে, তিনি বরাবরই ব্যতিক্রমী এবং সত চিন্তাধারার একজন শিল্পী।