‘আশিক বানায়া আপনে’ ও ‘গুড বয় ব্যাড বয়’-এর মতো জনপ্রিয় ছবিতে ইমরান হাশমির বিপরীতে অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পাওয়া তনুশ্রী ২০১৮ সালে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে আলোচনায় আসেন। এবার নিজের বাসায় শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে ফের শিরোনামে এলেন তিনি।
ভিডিও বার্তায় তনুশ্রী বলেন, ‘নিজের বাড়িতেই আমি নির্যাতিত। প্রতিনিয়ত হেনস্তার শিকার হচ্ছি। হতাশায় ভুগছি। বাধ্য হয়ে পুলিশে ফোন করেছি, কিন্তু তারা বলেছে থানায় গিয়ে লিখিত অভিযোগ দিতে হবে। অথচ আমার শরীর এতটাই খারাপ, আমি ঠিকমতো দাঁড়াতেও পারছি না।’
তিনি আরও জানান, ‘গত চার-পাঁচ বছর ধরে এই অত্যাচার চলছে। আমি ঠিকভাবে কাজ করতে পারছি না। পুরো বাড়ি তছনছ হয়ে গেছে। ঘরের কাজের জন্য কাউকে রাখতে পারছি না, কারণ পরিচারিকার ছদ্মবেশে কেউ এসে ক্ষতি করার চেষ্টা করছে। সব কাজ আমাকে একাই করতে হচ্ছে।’
এছাড়াও, বাড়ির বাইরেও বিভিন্ন লোক এসে তাকে কটূ মন্তব্য করছে বলে অভিযোগ করেন তনুশ্রী। তিনি জানান, এই পরিস্থিতিতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন।
তবে এই হেনস্তার পেছনে কে বা কারা রয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি অভিনেত্রী। তার এই ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাকে সাহস ও মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দিয়েছেন।