ফ্যামিলি নিয়ে ব্যস্ত, অ্যাকশন পরে হবে: দেব
দুই বাংলার জনপ্রিয় অভিনেতা দেব শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও একজন সত্যিকারের ‘ফ্যামিলি ম্যান’। লন্ডনে তার আসন্ন ছবি ‘প্রজাপতি ২’-এর শুটিংয়ের ফাঁকে তিনি মা-বাবার সঙ্গে মানসম্পন্ন সময় কাটাচ্ছেন, যা ভক্তদের মন জয় করেছে।সামাজিক যোগাযোগমাধ্যমে দেব তার পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি পোস্ট করেছেন, যা ইতিমধ্যে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। লন্ডনে শুটিংয়ের বিভিন্ন মুহূর্তের ছবি তিনি নিজেই ভক্তদের সঙ্গে শেয়ার করছেন। ছবিতে তার নতুন লুকও ব্যাপক প্রশংসিত হয়েছে। তবে এবার শুটিংয়ের পাশাপাশি পরিবারের প্রতি তার গুরুত্ব দেওয়ার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। সপরিবারে লন্ডন উড়ে যাওয়া দেব তার ‘লন্ডন ডায়েরি’র ছবিতে মা-বাবার সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি, অ্যাকশন পরে হবে।’ এই ক্যাপশন যেন স্পষ্ট করে দিচ্ছে যে বর্তমানে দেবের কাছে পরিবারই সর্বোচ্চ অগ্রাধিকার। তবে দেবের এই পোস্ট একটি প্রশ্নের জন্ম দিয়েছে—লন্ডনে কি ‘প্রজাপতি ২’ ছবির শুটিং শেষ হয়েছে? নাকি এবার স্কটল্যান্ডে ছবির বাকি অংশের কাজ হবে? এ বিষয়ে দেব সরাসরি কিছু না বললেও, ভক্তরা ‘প্রজাপতি ২’-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপাতত দেব ব্যস্ত তার মা-বাবাকে লন্ডনের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাতে।