বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির ঘরে এল সুখবর। মঙ্গলবার রাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা। পরিবার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। নতুন অতিথির আগমনে উচ্ছ্বসিত ‘সিড–কিয়ারা’ জুটি। তবে এখনো পর্যন্ত দম্পতির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, এনডিটিভিসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম এই খবর নিশ্চিত করেছে।
সিদ্ধার্থ ও কিয়ারার প্রেমের গল্প শুরু হয়েছিল ‘শেরশাহ’ ছবির সেটে। ২০২১ সালে মুক্তি পাওয়া এই ছবিতে তাঁদের অনস্ক্রিন রসায়ন দর্শকদের মন জয় করলেও, পর্দার বাইরেও তাঁদের সম্পর্ক ধীরে ধীরে গভীর হয়। দীর্ঘদিন চুপিচুপি প্রেমের পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের জয়সালমিরে রাজকীয় আয়োজনে বিয়ে করেন তাঁরা। বলিউডের তারকা বিয়েগুলোর মধ্যে এটি ছিল অন্যতম আলোচিত ও জনপ্রিয়।
নতুন অতিথির আগমনে ভক্তরাও উচ্ছ্বাস প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে শুরু হয়েছে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা।
সিদ্ধার্থ ও কিয়ারার প্রেমের গল্প শুরু হয়েছিল ‘শেরশাহ’ ছবির সেটে। ২০২১ সালে মুক্তি পাওয়া এই ছবিতে তাঁদের অনস্ক্রিন রসায়ন দর্শকদের মন জয় করলেও, পর্দার বাইরেও তাঁদের সম্পর্ক ধীরে ধীরে গভীর হয়। দীর্ঘদিন চুপিচুপি প্রেমের পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের জয়সালমিরে রাজকীয় আয়োজনে বিয়ে করেন তাঁরা। বলিউডের তারকা বিয়েগুলোর মধ্যে এটি ছিল অন্যতম আলোচিত ও জনপ্রিয়।
নতুন অতিথির আগমনে ভক্তরাও উচ্ছ্বাস প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে শুরু হয়েছে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা।